Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ

এগিয়ে যাচ্ছেন কুলদীপ।

ICC ODI World Cup 2023: Feels good to bowl at home, says Kuldeep Yadav after win over England in Lucknow। Sangbad Pratidin

বাটলারকে বোল্ড করে এভাবেই সেলিব্রেশন করলেন কুলদীপ যাদব। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 30, 2023 1:08 pm
  • Updated:October 30, 2023 2:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ২০১৯ সালের বিশ্বকাপে (ICC ODI World Cup 2019) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচের রিমেক। সেই ম্যাচে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ভিতরে আসা ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান বাবর আজম (Babar Azam)। চার বছর পর এবারের বিশ্বকাপে লখনউয়ের একানা স্টেডিয়ামে ঠিক সেই ভাবেই বোল্ড হয়ে গেলেন জস বাটলার (Jos Buttler)। এমন ডেলিভারি দেখার পর ক্রিকেটপ্রেমীরা একটা ব্যাপারে দ্বিধাবিভক্ত। বাটলারকে আউট করা ডেলিভারিকে কী আখ্যা দেওয়া যায়? ‘বল অফ দ্য ম্যাচ’ নাকি ‘বল অফ দ্য টুর্নামেন্ট’।

মহম্মদ শামি (Mohammed Shami) ও জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) আগুনে বোলিংয়ের পর দাপট দেখালেন কুলদীপ। নিলেন ২৪ রানে ২ উইকেট। এর পর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, “বাবর ও বাটলার, কার বিরুদ্ধে সেরা ডেলিভারি করেছিলাম সেটা নিয়ে আমি কোনও তুলনায় যেতে চাই না। কারণ দুটি আউটই দলের কাজে এসেছিল। তবে এতটুকু বলতে পারি ঘরের মাঠে বল করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। শিশির অনেক বড় ফ্যাক্টর আকার ধারণ করতে পারে। সেইজন্য বল করে আরও ভালো লাগছে। কারণ আমি সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে গিয়েছি। বাকিটা তো সবাই দেখেছেন।”

Advertisement

[আরও পড়ুন: কবে ম্যাচ খেলতে নামবেন ঋষভ? চলে এল বড় আপডেট]

Jos Buttler
কুলদীপেরব বল বুঝতে পারলেন না। উড়ে গেল জস বাটলারের স্টাম্প। ছবি: টুইটার
১০০ রানে ইংল্যান্ডকে হারালেও ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছিল ভারতীয় দল। মাত্র ২২৯ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। যদিও কুলদীপ মনে করেন, “অনেকে আমাদের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। তবে আমি জানতাম এই পিচে ২৩০ রান অনায়াসে আটকে দেওয়া যায়। পাওয়ার প্লে-তে শামি ও বুমরাহের বোলিং আমাদের জয়ের রাস্তা সুগম করে দিয়েছিল।”

চলতি কাপ যুদ্ধে ‘ছয়ে ছয়’ করার সঙ্গে গত দুই আইসিসি ইভেন্টে জোড়া হারের বদলা নিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এবার সামনে ভারতের সামনে শ্রীলঙ্কা।

Advertisement

[আরও পড়ুন: শামির সঙ্গে কপিলের মিল খুঁজে পেলেন গাভাসকর! কিন্তু কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ