Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

Babar Azam: একেবারে জামাই আদর! নিজামের শহরে পেটপুজোয় ব্যস্ত বাবর-রিজওয়ানের পাকিস্তান, দেখুন ভাইরাল ভিডিও

ফুরফুরে মেজাজে বাবর আজমের পাকিস্তান।

ICC ODI World Cup 2023: Pakistan cricketers enjoy lavish dinner in Hyderabad, video gone viral। Sangbad Pratidin

বিশ্বকাপ খেলতে এসে একেবারে খোশমেজাজে পাকিস্তান। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 1, 2023 2:49 pm
  • Updated:October 1, 2023 2:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনের ইস্যু নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে ছিলেন। তবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan) ভারতের (India) মাটিতে পা দেওয়ার পর থেকেই বদলে গিয়েছে পরিস্থিতি। হায়দরাবাদ (Hyderabad) বিমান বন্দরে পা রাখার পর থেকেই বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) দারুণভাবে স্বাগত জানানো হয়। প্রতিবেশী দেশের ক্রিকেট তারকাদের এক মুহূর্তের জন্য দেখতে উপচে পড়েছিল ভিড়।

এবার এহেন পাক দল খাওয়া-দাওয়ার ক্ষেত্রে একেবারে জামাই আদর পেল। সেই ভিডিও আবার নিজেদের সোশাল মিডিয়াতে পোস্ট করেছে পিসিবি (PCB)। স্বভাবতই সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: অশ্বিনকে সামলাতে অজি শিবিরে ‘নকল’ অশ্বিনের ডাক! প্রস্তাব ফিরিয়ে দিলেন মহেশ পিথিয়া]

 

Advertisement

হায়দরাবাদের জনপ্রিয় রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-হ্যারিস রউফরা (Haris Rauf)। সেই ভিডিও পিসিবির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X (যা টুইটার বলে অতীতে পরিচিত ছিল) শেয়ার করা হয়েছে। সেখানে মটন বিরিয়ানি, বিভিন্ন রকমের কাবাব, হালিম, কোর্মা, নিহারির মতো খাবারের সঙ্গে পাক ক্রিকেট দলকে স্বাগত জানানো হয়। খাবার খাওয়ার পর পাক ক্রিকেটাররা ফ্যানেদের সঙ্গে সেলফিও তোলেন। স্বভাবতই বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছিল পাকিস্তানের ক্রিকেটারদের।

৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করবে পাকিস্তান। তবে এর আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন মহম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবরের ব্যাট থেকে এসেছিল ৮০। যদিও ৩৪৫ রান করেও কেন উইলিয়ামসনের দলের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। যদিও সেই হার নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নয় ‘সবুজ বাহিনী’। বরং অভিযান শুরু করার আগে ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে পাক দল।

[আরও পড়ুন: ‘আমার গা সওয়া হয়ে গিয়েছে!’, বিশ্বকাপ থেকে বাদ গিয়ে চাহালের বিস্ফোরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ