Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: শতরানের জন্য সত্যি কি বিরাটকে সাহায্য করলেন আম্পায়ার? কী বলছে আইসিসি-র নতুন নিয়ম?

বিরাট কি বাড়তি সুবিধা পেলেন?

ICC ODI World Cup 2023: Why umpire Richard Kettleborough was right in not calling Nasum's wide to Virat Kohli, find out। Sangbad Pratidin

ওয়াইড না দিয়ে কি বিরাটকে বাড়তি সুবিধা দিলেন আম্পায়ার?

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 20, 2023 5:39 pm
  • Updated:October 20, 2023 5:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে রান চেজ করতে গিয়ে প্রথমবার শতরান পেলেন। তাও আবার একদিনের ক্রিকেটে ৪৮তম শতরান বলে কথা। তবে বাংলাদেশকে (Bangladesh) সাত উইকেটে হারিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকলেও, তাঁকে ঘিরে বিতর্ক কমার নাম নেই। বরং হরভজন সিংয়ের (Harbhajan Singh) পাশাপাশি নেটিজেনদের দাবি, আম্পায়ার রিচার্ড কেটেলবোরো (Ricard Kettleborough) নাকি বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শতরান সেরে নিতে পেরেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। কারণ নাসুম আহমেদের লেগ স্টাম্পের বাইরে চলে যাওয়া একটি বলকে ‘ওয়াইড’ দেননি। তবে নিন্দুকরা যাই বলুক, আইসিসি-র (ICC) নিয়ম কিন্তু অন্য কথা বলছে।

ওয়াইডের ক্ষেত্রে কী বলছে আইসিসি-র নতুন নিয়ম?

Advertisement

২০২২ সালে ক্রিকেটের বেশ কয়েকটা নিয়ম বদল করা হয়েছিল। সেজন্য রিচার্ড কেটেলবোরো সেই ডেলিভারিকে ওয়াইড দেননি। তবে অবাক করার মতো ব্যাপার হল বোলারদের সুবিধার জন্যই এই নিয়ম বদল করা হয়েছিল। তবে এক্ষেত্রে তো ব্যাটারই সুবিধা পেয়ে গেলেন।

Advertisement

[আরও পড়ুন: কোহলির ৪৮তম ওডিআই শতরান নিয়ে ‘বিরাট’ বিতর্ক বাড়ালেন ভাজ্জি! কী বললেন?]

এই নিয়মের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক…

এই পরিবর্তিত নিয়ে অনুসারে বোলার বল করার সময় উলটো দিকের ব্যাটার ক্রিজে যদি নড়াচড়া করেন, সেক্ষেত্রে বল লেগ কিংবা অফ স্টাম্পের বাইরে গেলেও, আম্পায়ার ওয়াইড ডেলিভারি দিতে বাধ্য হবেন না। ক্রিকেট সংবিধানের ২২.১ ধারায় এই নতুন নিয়মের কথা উল্লেখ কর হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নাসুম যখন বল করতে আসছিলেন, সেইসময় বিরাট লেগ স্টাম্পের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁর স্টান্স একেবারে ওপেন ছিল। কিন্তু, তার পরই তিনি অফ স্টাম্পের দিকে চলে যান। যখন বিরাট দেখেন যে বলটা লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে, সেই সময় তিনি নিজের শরীরটা আরও সামনের দিকে সরিয়ে আনেন। যদি বিরাট নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে বলটা তাঁর প্যাডে এসে লাগত। সে ক্ষেত্রে ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত একেবারেই যথার্থ ছিল।

তবে লোকেশ রাহুলও ম্যাচের শেষে বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন। সামনে চলে আইসিসি-র নিয়ম। তাই তো একদিনের ক্রিকেটে ৪৮তম শতরান করার পরেও বিরাটের পারফরম্যান্স নিয়ে পোস্টমর্টেম চলছেই।

[আরও পড়ুন: জিতলেও বাড়ছে বিতর্ক! কোন দুই ব্যাটারের উপর চটে লাল গাভাসকর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ