Advertisement
Advertisement
IND vs ENG

স্পিনারদের দাপট, রোহিতদের ‘বাজবল’, ধরমশালায় প্রথম দিনই চালকের আসনে ভারত

ভারতের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স।

IND vs ENG: Rohit Sharma, Shubman Gill put Team India in driving seat against England

রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের মারমুখী মেজাজে ভারতের দাপট। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 7, 2024 5:16 pm
  • Updated:March 7, 2024 5:38 pm

ইংল্যান্ড, প্রথম ইনিংস: ২১৮ (ক্রলি ৭৯, কুলদীপ ৫/৭২, অশ্বিন ৪/৫১)
ভারত, প্রথম ইনিংস: ১৩৫/১ (রোহিত ৫২*, শুভমান ২৬*, যশস্বী ৫৭)
ভারত ৮৩ রানে পিছিয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘ইটের বদলে পাটকেল’। ইংল্যান্ড (England) বাজবল নিয়ে অনেক বড় বড় বুলি আওড়েছে। তবে আসল সময় পালটা মার দিয়ে কাজের কাজটা করলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুই ওপেনারের দাপটে ধরমশালা টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া (Team India)। যশস্বী ৫৭ রানে ফিরে গেলেও, রানের গতি বজায় রাখেন হিটম্যান ও শুভমান গিল (Shubman Gill)। রোহিত ৫২ ও শুভমান ২৬ রানে অপরাজিত রয়েছেন। ফলে মাত্র ৩০ ওভারে ১ উইকেটে ১৩৫ রানে তুলে বেন স্টোকসের (Ben Stokes) দলকে চাপে ফেলে দিল ভারত। এর আগে দুই স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) স্পিন ম্যাজিকে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

Advertisement

এদিকে ভারত মাত্র এক সেশন ব্যাট করে বিপক্ষকে চাপে রাখলেও, প্রথম দিনের খেলা শেষ হওয়ার অনেক আগেই গুটিয়ে যায় সাহেবদের প্রথম ইনিংস। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ম্যাজিকে মাত্র ২১৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া (৭৯) আর কেউই টিম ইন্ডিয়ার দুই স্পিনারের সামনে দাঁড়াতে পারেননি। কুলদীপ ৭২ রানে ৫ ও অশ্বিন তাঁর ১০০তম টেস্ট খেলতে নেমে নেন ৫১ রানে ৪ উইকেট।

Advertisement

[আরও পড়ুন: বিরাটের কোন বিশেষ রেকর্ড ভেঙে একাধিক মাইলস্টোন গড়লেন যশস্বী?]

এর পর ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তুলে দেন যশস্বী। তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রোহিত। ফলে মাত্র ১২৪ বলে ১০৪ রান যোগ করে ফেলেন দুই ওপেনার। কিন্তু এর পরেই ছন্দপতন। ৫৮ বলে ৫৭ রানে আউট হন বাঁহাতি ওপেনার। শোয়েব বশিরকে স্টেপ আউট করে মারতে গেলে তাঁকে স্টাম্প আউট করে দেন বেন ফোকস। আউট হওয়ার আগে মেরেছিলেন ৫টি চার ও ৩টি ছক্কা।

তবে এর পর ভারতকে আর ধাক্কা হজম করতে হয়নি। দিনের বাকিটা সময় ক্রিজে কাটিয়ে দেন রোহিত ও শুভমান। রোহিত ৫২ ও শুভমান ২৬ রানে অপরাজিত রয়েছেন। ফলে ৮৩ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। রোহিতের দল চালকের আসনে থাকলেও, দ্বিতীয় দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম এক ঘণ্টা জেমস অ্যান্ডারসনকে দেখেশুনে খেলে দিলেই, ভারত এবারও টেস্ট জেতার দিকে অনেকটাই এগিয়ে যাবে।

[আরও পড়ুন: শচীনের ‘আমিরি’, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারের সঙ্গে ব্যাট করলেন ‘ঈশ্বর’, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ