Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

অভিষেক টেস্টে জোড়া অর্ধ শতরান, গাভাসকরের সঙ্গে এক আসনে সরফরাজ

সরফরাজের নতুন নজির।

IND vs ENG: Sarfaraz Khan emulates Sunil Gavaskar, smashes twin fifties on Test debut against England। Sangbad Pratidin

সুনীল গাভাসকরের রেকর্ড বুকে নাম লেখালেন সরফরাজ খান।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 18, 2024 3:07 pm
  • Updated:February 18, 2024 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ইনিংসের তখন ৯৫.৪ ওভারের খেলা চলছে। ইংল্যান্ডের (England) লেগ স্পিনার রেহান আহমেদের ডেলিভারিকে লেগ সাইডের দিকে ঠেলে দিতেই ব্যাট তুললেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তৃতীয় টেস্টে দুবার ব্যাট তুলে নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন। তাঁর সেলিব্রেশন দেখে তখন ভিভিআইপি বক্সে বসে থাকা সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মুখে একগাল হাসি। কারণ ২৬ বছরের ছেলেটা নিজের অভিষেক টেস্টের দুই ইনিংসেই যে অর্ধ শতরান সেরে ফেলেছেন। এবং এই কৃতিত্ব গড়ে টিম ইন্ডিয়ার (Team India) নতুন তারকা গড়ে ছুঁলেন লিটল মাস্টারকে। স্বভাবতই জুনিয়র মুম্বইকরের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি মুম্বইকর। অবশ্য এই তালিকায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং দিলাবর হুসেনের (Dilawar Hussain) নামও রয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি রাজকোট টেস্টে দাপটের সঙ্গে ব্যাট করলেন সরফরাজ। টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ মাথায় পরেই প্রমাণ করে দিলেন নিজেকে। প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেছিলেন। তাঁর মারকুটে ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে। স্ট্রাইকরেট ছিল ৯৩.৯৩। দ্বিতীয় ইনিংসেও বিস্ফোরণ ঘটান তিনি। এবার ৭২ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন সরফরাজ। ৯৪.৪৪ স্ট্রাইকরেট বজায় রেখে মারলেন ৬টি চার ও ৩টি ছক্কা।

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে ডবল সেঞ্চুরি, ইতিহাসে যশস্বী]

অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধ শতরান। ভারতীয়দের মধ্যে প্রথম এই কৃতিত্ব গড়েছিলেন দিলাবর হুসেন। ১৯৩৪ সালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারত। ডগলাস জার্ডিনের দলের বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর রান ছিল ৫৯ এবং ৫৭। এই তালিকার দুই নম্বরে রয়েছেন সানি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটান সিনিয়র গাভাসকর। তিনি প্রথম ইনিংসে ৬৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে অপরাজিত ছিলেন। তিন নম্বরে রয়েছেন আরও এক মুম্বইকর শ্রেয়স। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটান শ্রেয়স। সেই টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেছিলেন শ্রেয়স।

Advertisement

ভারতীয়দের মধ্যে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধ শতরান…..

দিলাবর হুসেন: ৫৯ এবং ৫৭ (সাল ১৯৩৪, বনাম ইংল্যান্ড, কলকাতা)

সুনীল গাভাসকর: ৬৫ এবং ৬৭* (সাল ১৯৭১, বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অফ স্পেন)

শ্রেয়স আইয়ার: ১০৫ এবং ৬৫* (সাল ২০২১, বনাম নিউজিল্যান্ড, কানপুর)

সরফরাজ খান: ৬১ এবং ৬৮* (সাল ২০২৪, বনাম ইংল্যান্ড, রাজকোট)

[আরও পড়ুন: ‘কৃতিত্ব তো আমাদেরই’, যশস্বীর দুরন্ত ইনিংস নিয়ে আজব দাবি ইংল্যান্ড ওপেনারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধ শতরান। ভারতীয়দের মধ্যে প্রথম এই কৃতিত্ব গড়েছিলেন দিলাবর হুসেন। ১৯৩৪ সালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারত। ডগলাস জার্ডিনের দলের বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর রান ছিল ৫৯ এবং ৫৭।
  • এই তালিকার দুই নম্বরে রয়েছেন সানি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটান সিনিয়র গাভাসকর। তিনি প্রথম ইনিংসে ৬৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে অপরাজিত ছিলেন।
  • তিন নম্বরে রয়েছেন আরও এক মুম্বইকর শ্রেয়স। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটান শ্রেয়স। সেই টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেছিলেন শ্রেয়স।