Advertisement
Advertisement
IND vs ENG

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাত্য হলেও কোন তিনটি ইচ্ছার কথা জানালেন রাহানে?

অজিঙ্কা রাহানের স্বপ্ন পূরণ হবে?

IND vs ENG: Snubbed for England Series, Team India star Ajinkya Rahane still eager to play 100 Tests। Sangbad Pratidin

অজিঙ্কা রাহানেকে ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে? ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 16, 2024 4:37 pm
  • Updated:January 16, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরে আসার রাস্তা খুব কঠিন। চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) মতো সেটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবুও একটা অধরা স্বপ্নের খোঁজে এখনও মজে রয়েছেন টিম ইন্ডিয়া (Team India) ড্রেসিংরুমে ব্রাত্য ব্যাটার। চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) মুম্বইয়ের (Mumabi) অধিনায়কত্ব করছেন। যদিও এখনও ১০০টি টেস্ট খেলার স্বপ্ন দেখেন তিনি। সেটা ফের একবার বুঝিয়ে দিলেন।

৩৫ বছরের রাহানে এখনও পর্যন্ত ৮৫টি টেস্ট খেলেছেন। ১০০টি টেস্ট খেলতে হলে আরও ১৫টি ম্যাচ দরকার। হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) তারুণ্যনীতির জন্য এই মাইলস্টোন গড়া বেশ কঠিন। তবুও রাহানে সাংবাদিকদের বলেন, “আমি কেরিয়ারে তিনটি সাধ পূর্ণ করতে চাই। জানি সেটা এই মুহূর্তে কঠিন। প্রথম ইচ্ছা ১০০টি টেস্ট খেলতে চাই। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্তত একটা টেস্ট খেলার ইচ্ছা আছে। এটা আমার দ্বিতীয় ইচ্ছা। এর পাশাপাশি মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রনজি ট্রফি জয়ী হাতে তোলার জন্য মুখিয়ে রয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমার ব্যাটিং দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন!’, টেস্ট দলে সুযোগ পেয়ে ধোনির প্রতি কৃতজ্ঞ ধ্রুব]

জাতীয় দলে কামব্যাক করতে চাইলেও, চলতি রনজি মরশুমে রাহানে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ঘাড়ে ব্যথার জন্য বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। এর পর দ্বিতীয় ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মুম্বই ১০ উইকেটে জিতলেও, রাহানে ‘গোল্ডেন ডাক’ করে ফিরেছিলেন।

Advertisement

যদিও রাহানের দাবি, “জানি গত ম্যাচে রান করতে পারিনি। তবে সেটা নিয়ে মোটেও চিন্তিত নই, কারণ বড় রান করা শুধু সময়ের অপেক্ষা। তাই আপাতত পরের ম্যাচটা নিয়েই ভাবছি। দুই ম্যাচে মোট ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ বি-র শীর্ষে রয়েছি। তাই দলের পারফরম্যান্স নিয়েই ভাবছি।”

৮৫টি টেস্টে ৫০৭৭ রান করেছেন রাহানে। গড় ৩৮.৪৬। স্ট্রাইক রেট ৪৯.৫০। সঙ্গে রয়েছে ১২টি শতরান ও ২৬টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৮ রান। তবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। আর তাই টিম ইন্ডিয়ার সংসারে ব্রাত্য ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের অধিনায়ক।

[আরও পড়ুন: জোড়া বিশ্বকাপ জয়ী ম্যাক্সওয়েলকে চিনতেই পারলেন না চিনা ড্রাইভার! এর পর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ