Advertisement
Advertisement

Breaking News

Israel Iran conflict

ইরান-ইজরায়েল যুদ্ধে বিপাকে পিটারসন! মিসাইলের ভয়ে ঘোরানো হল বিমান

ধারাভাষ্য দিতে মুম্বই আসছিলেন পিটারসন।

Kevin Pietersen's flight rerouted due to Israel Iran conflict

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2024 2:20 pm
  • Updated:April 14, 2024 2:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। ইজরায়েলকে (Israel) লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান (Iran)। আকাশপথে উড়ে আসা আক্রমণ ঠেকাচ্ছে তেল ইজরায়েলের আয়রন ডোম। আকাশপথে এই হামলার ‘সাক্ষী’ থাকলেন কেভিন পিটারসন। ইরানের হামলা এড়াতে ঘুরিয়ে দেওয়া হল তাঁর বিমান। ভয়ংকর অভিজ্ঞতার কথা নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার।

শনিবার গভীর রাতে হামলা (Israel-Iran Conflict) চালায় ইরান। অসংখ্য ড্রোন ও মিসাইল আছড়ে পড়তে থাকে ইজরায়েলের ভূখণ্ডে। আসলে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’-ই দেখছে তেহরান। তার পর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। সেই আশঙ্কা সত্যি করে ইজরায়েলের উপর হামলা চালিয়ে দিয়েছে তারা।

Advertisement

[আরও পড়ুন: ইরানের ড্রোন রুখে দিচ্ছে ইজরায়েলের ‘লৌহবর্ম’, কী এই ‘আয়রন ডোম’?]

আকাশপথে অন্তত ৩০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই হামলা এড়াতে চরম ভোগান্তির শিকার হয় যাত্রীবাহী বিমানগুলো। সেরকমই একটি উড়ানে ছিলেন পিটারসন (Kevin Pietersen)। চলতি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। সেই জন্যই শনিবার রাতে মুম্বই আসছিলেন। মাঝপথে আচমকাই ঘুরিয়ে দেওয়া হয় তাঁদের বিমানটি। কারণ উড়ানের যাত্রাপথের মধ্যেই ইরানের হামলাকারী ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। ফলে বাধ্য হয়ে আবার বেশি করে জ্বালানি মজুত করা হয়। কারণ ইরানের মিসাইল এড়াতে ঘুরপথে বিমান ওড়াতে হয়।

Advertisement

শেষপর্যন্ত অবশ্য নিরাপদে মুম্বই পৌঁছন পিটারসন। সোশাল মিডিয়ায় বলেন, “জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হল। পাগলের মতো লাগছে। তবে শেষ পর্যন্ত মুম্বইতে এসে গিয়েছি। ওয়াংখেড়েতে দেখা হবে।” উল্লেখ্য, বিমান ঘুরিয়ে দেওয়া ছাড়াও ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা দিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস।

[আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, শুরু ইরান-ইজরায়েল যুদ্ধ! ষড়যন্ত্র সফল হামাসের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ