Advertisement
Advertisement
T-20 World Cup

T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগে আজ ঘর গোছানোর পালা বিরাটদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ কখন কোথায় দেখা যাবে, জেনে নিন।

Last warm-up match of India against Australia ahead of T-20 World Cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 20, 2021 12:48 pm
  • Updated:October 20, 2021 1:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্র্যাকটিস ম্যাচে দুরন্ত জয় পেয়েছে বিরাট কোহলিরা। আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) অভিযান শুরু করবে ভারত। আর তার আগে বুধবারই শেষ ওয়ার্ম আপ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (Team India)। অর্থাৎ এদিন প্রথম একাদশ সাজিয়ে নেওয়াকেই পাখির চোখ করছে দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনার হিসেবে দেখা গিয়েছিল কেএল রাহুল এবং ঈষাণ কিষান জুটি। বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। হিটম্যানের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছিলেন তরুণ ঈশান। ৭০ রানের চোখ ধাঁধানো ইনিংশ খেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনিও প্রথম একাদশে খেলতে প্রস্তুত। ক্যাপ্টেন কোহলিও (Virat Kohli) জানিয়ে দিয়েছিলেন তিনি নামবেন তিন নম্বরে। ঋষভ পন্থ ২৯ রানে অপরাজিত থাকলেও সূর্যকুমার যাদব সেভাবে নজর কাড়তে পারেননি। তাই এদিন তাঁকে সুযোগ দেওয়া হলে রীতিমতো অগ্নিপরীক্ষা দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: নতুন কোচ, তারুণ্য-অভিজ্ঞতার মেলবন্ধন, টি-২০ বিশ্বকাপে কেমন হতে পারে পাকিস্তান দল?]

তবে তাঁর থেকেও যিনি আজ বেশি নজরে থাকবেন, তিনি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। গত ম্যাচে খানিকটা অস্বস্তিতেই দেখিয়েছে তাঁকে। চোট সারিয়ে দলে ফিরে ব্যাটিং করলেও বল হাতে দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছিল, অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপে কামব্যাক করবেন তিনি। কিন্তু প্রথম ওয়ার্ম আপ ম্যাচে সে ইঙ্গিত মেলেনি। তাই এদিন তাঁকে কোহলি বল করতে পাঠান কি না, সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে অলরাউন্ডার হিসেবে তাঁকে না পাওয়া গেলে প্রথম একাদশে খেলার সুযোগ উজ্জ্বল হবে শার্দূল ঠাকুরের।

Advertisement

এদিকে ওয়ার্ম আপে নিউজিল্যান্ডকে হারিয়ে আবু ধাবিতে সফর শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের অফ ফর্ম চিন্তায় রাখছে দলকে। ব্যাটিংয়ের তুলনায় অবশ্য় অজিদের বোলিং বিভাগই এবার অনেকটা এগিয়ে। বল হাতে ঝড় তুলেছিলেন অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন।

এবার জেনে নেওয়া যাক আজ কখন এবং কোন চ্যানেলে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ম আপ ম্যাচ। বুধবার বেলা সাড়ে তিনটেও সরাসরি স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে দেখতে পাবেন ম্যাচ। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখার পরিকল্পনা থাকলে সাড়ে তিনটেয় হটস্টারে (Hotstar) চোখ রাখুন।

[আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন অজি ব্যাটসম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ