Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: ঠিক যেন উড়ন্ত পাখি! রাহুলের গ্লাভসে বন্দি বাংলাদেশি তারকা, ভাইরাল ভিডিও

দেখে নিন রাহুলের সেই অবিশ্বাস্য ক্যাচ।

ODI World Cup 2023: KL Rahul takes a stunner against Bangladesh । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 19, 2023 6:51 pm
  • Updated:October 19, 2023 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরলেন লোকেশ রাহুল (KL Rahul)। তাও আবার নিজের বাঁ দিকে। লোকেশ রাহুলের উইকেট কিপিং দক্ষতা নিয়ে প্রায়শই প্রশ্ন তোলেন নিন্দুকরা। সেই রাহুল বাংলাদেশের বিরুদ্ধে (ODI World Cup 2023) দুরন্ত ক্যাচ ধরেন মেহিদি হাসান মিরাজের।
লোকেশ রাহুলের ক্যাচ মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। রাহুলের ক্যাচ ধরার ভিডিও পোস্ট করা হয়েছে আইসিসি-র ইনস্টাগ্রামে। সেখানে লেখা হয়েছে, ”কেএল রাহুল, ইউ বিউটি।” স্টার স্পোর্টস ইন্ডিয়ার তরফে লেখা হয়েছে, ”ওয়েট, এটা কি পাখি নাকি এয়ারপ্লেন?”

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: হার্দিক চোট পেতেই ২০১৫ সালের পর বোলারের ভূমিকায় বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

মহম্মদ সিরাজের বলটা ফাইন লেগে পাঠাতে চেয়েছিলেন মেহিদি হাসান। সূক্ষ্মভাবে ব্যাটে-বলে সংযোগ হয়নি। উইকেটের পিছনে লোকেশ রাহুল শরীর ছুড়ে দিয়ে ক্যাচটা ধরেন। রাহুলের ক্যাচটি দেখার পরে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ”বিশ্বকাপের সেরা ক্যাচ।” আরেক ভক্ত লিখেছেন, ”উড়তেও পারে লোকেশ রাহুল।”

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

[আরও পড়ুন: বড় ধাক্কা! গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, বাকি ওভার সারলেন বিরাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement