Advertisement
Advertisement

Breaking News

IPL 2023

কবে শুরু হতে পারে আইপিএল? প্রকাশ্যে এল সম্ভাব্য তারিখ

মহিলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকারা।

Possible dates for IPL 2023 is revealed | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 17, 2023 1:01 pm
  • Updated:February 17, 2023 1:01 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: মহিলা আইপিএল (Women’s Premier League)নিয়ে দেশজুড়ে এখন উত্তুঙ্গ উত্তেজনা। দিন কয়েক আগের মহিলা আইপিএল নিলাম নিয়েও আগ্রহ ছিল প্রচুর। কিন্তু মহিলা আইপিএল নিয়ে বাদ‌্যির মধ‌্যেই পুরুষদের আইপিএল (IPL) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল ভারতীয় বোর্ড (BCCI)। শোনা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে যেতে পারে আইপিএল।

দু’টো তারিখ রাখা হয়েছে। হয় ৩১ মার্চ কিংবা ১ এপ্রিল। সম্ভাবনা দ্বিতীয়র বেশি। গত বার থেকে দশটা টিম নিয়ে আইপিএল শুরু হয়েছে। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস-এই দু’টো টিম জুড়েছে নতুন করে। এবং প্রথম বার খেলতে নেমেই আইপিএল চ‌্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। গত বার ৭৪-টা ম‌্যাচ হয়েছিল আইপিএলে। মনে করা হচ্ছিল যে, এবার থেকে বেড়ে যেতে পারে ম‌্যাচ সংখ‌্যা। কিন্তু যতটুকু যা শোনা গেল, সেটা নাকি হওয়ার সম্ভাবনা কম। কারণ-ম‌্যাচের সম্প্রচারজনিত কিছু সমস‌্যা আছে। তাই এবারও ম‌্যাচ সংখ‌্যা হয়তো ৭৪।

Advertisement

[আরও পড়ুন: নাটকীয়তায় মোড়া ইউরোপা লিগের ম্যাচ, ন্যু ক্যাম্পে বার্সা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ ড্র]

আপাতত যা ঠিক রয়েছে, তাতে আগামী ২৮ মে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা। আসন্ন আইপিএলে গোটা কয়েক জিনিস ঘটতে দেখা যাবে। যেমন হোম-অ‌্যাওয়ে ফর্ম‌্যাটের প্রত‌্যাবর্তন ঘটতে চলেছে টুর্নামেন্টের গ্রুপ পর্বে। কোভিড পূর্ব জমানায় যে ভাবে হত আইপিএল, এবার হবে সে ভাবে। পাশাপাশি ‘ইমপ‌্যাক্ট প্লেয়ারে’-র আমদানিও দেখা যাবে।

Advertisement

ও দিকে, মহিলা আইপিএল নিয়েও পুরোদমে ময়দানে নেমেছে বোর্ড। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা আইপিএল। পনেরো দিন ধরে যা চলবে। ফাইনাল হবে আগামী ২২ মার্চ। জানা গেল, মহিলা আইপিএলের উদ্বোধন যথেষ্ট জাঁকজমক সহকারে করার কথা ভাবছে বোর্ড। বলিউড তারকাদের কাউকে কাউকে উদ্বোধনী অনুষ্ঠানে আনার পরিকল্পনা রয়েছে।

তবে কারা আসবেন, কারা পারফর্ম করবেন-এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। তবে এবারই যেহেতু প্রথম মহিলা আইপিএলের আসর বসবে দেশে, তাই সেটাকে স্মরণীয় করে রাখার উদ‌্যোগ নেওয়া হচ্ছে। সমাপ্তি অনুষ্ঠানের বন্দোবস্তও থাকবে।

[আরও পড়ুন: স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের, ইস্তফা দিলেন নির্বাচকপ্রধান চেতন শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ