Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

দুরন্ত ইনিংসের নেপথ্যে ধোনিই! কোন মন্ত্রে সাফল্য? ফাঁস করলেন পাঞ্জাবের নায়ক শশাঙ্ক

চাপের মুখে ২৯ বলে অপরাজিত ৬১ রান করে পাঞ্জাবকে জয় এনে দেন শশাঙ্ক।

Punjab Kings player Shashank Singh reveals influence of MS Dhoni on finishing

ধোনির অনুপ্রেরণায় বিধ্বংসী ইনিংস শশাঙ্কের।

Published by: Arpan Das
  • Posted:April 5, 2024 7:48 pm
  • Updated:April 5, 2024 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংস (PBKS) দলের নতুন ‘রাজা’ শশাঙ্ক সিং (Shashank Singh)। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে গুজরাটের (GT) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে প্রীতি জিন্টার দল। চাপের মুখে তিনি ২৯ বলে করেন ৬১ রান। কীভাবে সম্ভব করলেন এই অসাধ্য কাজ? শশাঙ্ক যাঁকে কৃতিত্ব দিচ্ছেন, তাঁকে ক্রিকেট বিশ্ব চেনে ‘ফিনিশার’ নামেই। তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহিমন্ত্রেই শশাঙ্ক জয় এনে দিয়েছেন পাঞ্জাবকে।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ধুঁকছিল পাঞ্জাব। শশাঙ্ক যখন ব্যাট করতে আসেন, তখন ৪ উইকেট হারিয়ে তাদের রান ৭০। সেখান থেকে ৩ উইকেটে ম্যাচ জেতেন শিখর ধাওয়ানরা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শশাঙ্কের ২৯ বলের অপরাজিত ৬১ রানের ইনিংস জয় এনে দিয়েছে প্রীতি জিন্টার দলকে। মারেন ৬টা ছয় এবং ৪টি চার। নিজের দুরন্ত ইনিংসের কৃতিত্ব তিনি দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে।

Advertisement

[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]

শশাঙ্ক বলেন, “যখনই আমি মাহি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তখনই আমাকে ও বলেছে ম্যাচকে শেষের দিকে নিয়ে যেতে। খেলা যত শেষের দিকে গড়াবে, তত বোলারের উপর চাপ বাড়বে। সেই সময় নিজেকে শান্ত রাখাটাই আসল কথা। আমি শুধু মাথা ঠান্ডা রেখে গিয়েছি।” আশুতোষ শর্মার সঙ্গে তাঁর জুটিই জিতিয়ে দেয় পাঞ্জাবকে। 

Advertisement

[আরও পড়ুন: কে বলল দূরত্ব বাড়ছে রোহিত আর হার্দিকের! আলিঙ্গন দুই তারকার]

চলতি আইপিএলে খেলার কথাই ছিল না শশাঙ্কের। নিলামে তাঁকে ‘ভুল’ করে কিনেছিলেন প্রীতি জিন্টারা। এই প্রথমবার এত দর্শকের সামনে খেলতে নামলেন পাঞ্জাবের ৩১ বছর বয়সি ক্রিকেটার। ‘ক্যাপ্টেন কুল’ ধোনির মতো নিজেকে শান্ত রেখেই পাঞ্জাবকে রুদ্ধশ্বাস জয় এনে দেন শশাঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ