Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

এমনটাও সম্ভব! মুম্বইয়ের বিরুদ্ধে রনজি খেলতে বিহারের দুই দল! লেগে গেল হাতাহাতি

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পাটনার মইন-উল-হক স্টেডিয়াম এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল।

Ranji Trophy 2023-24: Two Bihar Ranji teams turn up to face Mumbai! poor state of Moin-Ul-Haq stadium in goes viral। Sangbad Pratidin

বিহারের ক্রিকেটকে ঘিরে বিতর্ক তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 6, 2024 11:49 am
  • Updated:January 6, 2024 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড বিহারে (Bihar)! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পাটনার মইন-উল-হক স্টেডিয়াম এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল। এবং সবচেয়ে লজ্জার বিষয় হল এই ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সামনে। শেষ পর্যন্ত তাঁকে মাঠে নেমে উত্তেজিত ক্রিকেট সমর্থকদের শান্ত করতে হয়! এর পর সর্বাধিক ৪১বার রনজি ট্রফি (Ranji Trophy) জয়ী মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে বিহারের ম্যাচ শুরু হয়।

কিন্তু ঠিক কী ঘটেছিল?

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য বিহারের দুটি দল এসে প্রতিনিধিত্ব করার দাবি করে জানায়। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Bihar Cricket Association) দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে এমন ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়। ব্যাপারটা হাতাহাতিতেও পৌঁছে যায়। অবশেষে, স্থানীয় পুলিশের হস্তক্ষেপে ম্যাচ শুরু হয় সকাল ১১টার দিকে।

Advertisement

ম্যাচের প্রথম দিনের সকালে বিহারের দুটি দল মাঠে চলে আসে। একটি দল সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি বাছাই করা। আর একটি দল গড়েছিলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অমিত কুমার। শেষ পর্যন্ত সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা দলটিই মাঠে নেমেছিল। এমন কোনও ক্রিকেটার ছিলেন না, যাঁর নাম দুই দলে ছিল। দুটি দলই ছিল একেবারে আলাদা। তবে রাকেশ তিওয়ারি এবং অমিত কুমার দু’জনেই দাবি করেন, তাঁদের নিজ নিজ বাছাই করা দলই আসল।

[আরও পড়ুন: বয়স ভাঁড়িয়ে খেলছে ১২ বছরের বৈভব? বিহারের ক্রিকেটারকে নিয়ে চাপানউতোর তুঙ্গে]

Ajinkya Rahane
উত্তেজিত ক্রিকেট সমর্থকদের শান্ত করতে মাঠে নেমেছিলেন অজিঙ্কা রাহানে। ছবি: এক্স হ্যান্ডেল

রাকেশ তিওয়ারি বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে দল বেছে নিয়েছি এবং এটাই সঠিক দল। আপনি বিহার থেকে যে প্রতিভা আসছে তা দেখুন। আমাদের একজন ক্রিকেটার (শাকিব হুসেন) আছে, যাকে আইপিএলে নেওয়া হয়েছে। আমাদের একটি ১২ বছর বয়সী এক বিস্ময়কর প্রতিভার এই ম্যাচে অভিষেক হয়েছে। অন্য দলটি সাসপেন্ড করা সচিব বাছাই করেছে। তাই ওই দলটি আসল দল হতে পারে না।”

 

সচিব অমিত তিওয়ারি আবার সভাপতির দাবিকে চ্যালেঞ্জ করেছেন। তাঁর বক্তব্য হল, “আমি নির্বাচনে জিতেছি, এবং আমি বিসিএ-র একজন অফিসিয়াল সচিব। আপনি একজন সচিবকে সাসপেন্ড করতে পারবেন না। দ্বিতীয়ত, একজন প্রেসিডেন্ট কী ভাবে দল নির্বাচন করতে পারেন? আপনি কি কখনও বিসিসিআই সভাপতি রজার বিনিকে দল ঘোষণা করতে দেখেছেন? আপনি সব সময়ে সচিব জয় শাহের স্বাক্ষর দেখতে পাবেন।”

পরের দিকে বিসিএ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে। সেখানে স্থগিত সচিব অমিতকে একটি ভুয়ো দল নিয়ে এসে গেটে একজন কর্মকর্তাকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করা হয়েছে। বিসিএ-র সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভুয়ো দল যাঁরা বানিয়েছেন, তাঁদের তরফেই বিসিএ-র ওএসডি মনোজ কুমারের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে পাটনার মইন-উল-হক স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। দীর্ঘ ২৭ বছর পর এই স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচ আয়োজন করা হয়েছিল। তবে গ্যালারি থেকে শুরু করে স্টেডিয়ামের বাকি অংশ একেবারেই ভালো অবস্থায় ছিল না। তাই তোপ দাগলেন ভারতের প্রাক্তন পেসার।

[আরও পড়ুন: আলবিদা ওয়ার্নার, বিদায়বেলায় খুদে সমর্থককে হেলমেট-গ্লাভস উপহার অজি তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ