Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

কোন ছকে ১৩বার স্টোকসকে বধ করেছেন? অকপটে জানালেন অশ্বিন

টেস্ট ক্রিকেটে স্টোকসের রাতের ঘুম কেড়ে নিয়েছেন অশ্বিন।

Ravichandran Ashwin shares how he won the battles vs Ben Stokes, find out

হায়দরাবাদ টেস্টে স্টোকসকে বোল্ড করে অশ্বিনের সেলিব্রেশনের মুহূর্ত। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 18, 2024 2:06 pm
  • Updated:March 18, 2024 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে বারবার বেন স্টোকসের (Ben Stokes) রাতের ঘুম কেড়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এখনও পর্যন্ত মোট ১৩বার ইংল্যান্ডের (England) অধিনায়ককে সাজঘরের পথ দেখিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার। কিন্তু কোন ছকে স্টোকসকে বারবার আউট করেন? কেন তারকা অলরাউন্ডার অশ্বিনকে দেখলেই চাপে চুপসে যান? সেটাই অকপটে জানালেন অশ্বিন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “আসল কথা হল মাইন্ডসেট। আমার মনে হয় আমার বিরুদ্ধে ব্যাট করতে এলেই স্টোকস ভাবে যে ও আউট হয়ে যাবে। ও বেশি ডিফেন্সিভ মানসিকতা নিয়ে ব্যাট করে। কোন বল সামনের পায়ে খেলবে, আর কোন বল ব্যাকফুটে খেলবে, সেটা ও বুঝতে পারে না। স্টোকস যে খুব খারাপ স্পিন খেলে সেটা বলতে চাই না। তবে আমার ধারণা, ও সবসময় মনে করে লেগ বিফোর আউট হয়ে যাবে। এটাই স্টোকসের বিরুদ্ধে সাফল্য পাওয়ার অন্যতম বড় কারণ।”

Advertisement

[আরও পড়ুন: কোন তিন শর্ত পূরণ করলে শাস্তি এড়িয়ে খেলতে পারবেন নাইট অধিনায়ক শ্রেয়স?]

Ashwin_Stokes_Dharamshala Test
ধরমশালা টেস্টে স্টোকসকে বোল্ড করার অশ্বিনের সেলিব্রেশনের মুহূর্ত। ছবি: X হ্যান্ডেল

হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোল্ড হন স্টোকস। এর পর ধরমশালা টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই এক পরিণতি। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসেও অশ্বিনের ফ্লাইট ও লাইন-লেন্থ বুজতে না পেরে বোল্ড হন ইংল্যান্ডের অধিনায়ক। 

Advertisement

সেই দুই আউটের প্রসঙ্গে অশ্বিনের প্রতিক্রিয়া, “দুবারই সেই ডেলিভারিতে অনেক বেশি বাউন্স ছিল। সঙ্গে সেই দুটি বল অনেকটা স্পিন হয়ে ভিতরের দিকে চলে আসে। স্টোকসের স্টান্সও ঠিক ছিল না। ব্যাট-প্যাডের মধ্যে অনেক ফাঁক থাকার জন্য ও বোল্ড হয়ে যায়। যদিও আমি কিন্তু ওকে লেগ বিফোর আউট করতে চেয়েছিলাম। কিন্তু দুবারই খারাপ ডিফেন্সের জন্য স্টোকস বোল্ড হয়েছে।”

এদিকে বাজবল নিয়ে অনেক আলোচনা হলেও সেটা ধোপেও টেকেনি। হায়দরাবাদে আয়োজিত প্রথম টেস্টে ইংল্যান্ড ২৮ রানে জিতলেও, ভারতীয় দল দাপট দেখিয়ে সিরিজে কামব্যাক করে। এবং শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় রোহিত শর্মার দল। অশ্বিন প্রকাশ্যে বাজবলের সমালোচনা করতে রাজি নন। তবে স্পষ্ট জানিয়ে দিলেন যে ভারতীয় দল অনেক বেশি আগ্রাসী মানসিকতা নিয়ে খেলার জন্য হেলায় বিপক্ষকে উড়িয়ে দিয়েছে।

[আরও পড়ুন: স্মৃতি-রিচাদের শুভেচ্ছা জানিয়ে বিরাটদের কাছে ট্রফি দাবি করলেন ‘পলাতক’ বিজয় মালিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ