Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

পন্থকে ধাক্কা মেরে নেট থেকে বের করে দিয়েছিলেন পন্টিং, কিন্তু কেন?

প্রথম ম্যাচের আগে জানা গেল দিল্লি শিবিরের অন্দরমহলের কথা।

Ricky Ponting said Rishabh Pant was so keen on making up for the lost time

কোচ পন্টিংয়ের সঙ্গে পন্থ। সোশাল মিডিয়া থেকে

Published by: Krishanu Mazumder
  • Posted:March 23, 2024 11:13 am
  • Updated:March 23, 2024 11:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় বছর পরে আবার মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়ংকর পথ দুর্ঘটনায় তাঁর ক্রিকেটজীবনই প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মনের জোর এবং কঠোর পরিশ্রমে আবার ক্রিকেট মাঠে্ ফিরতে চলেছেন পন্থ।
আজ শনিবার আইপিএলে পন্থের দিল্লি (Delhi Capitals) নামছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। ঘরের মাঠে খেলতে নামছে পাঞ্জাব। সেই ম্যাচের আগে পন্থ সম্পর্কে পন্টিং বলছেন, ”এখানে আসার আগে বিশাখাপত্তনমে এক সপ্তাহের ট্রেনিং হয়েছে আমাদের। আমার উপরে আস্থা রাখুন, পন্থ খেলার জন্য পুরোদস্তুর তৈরি। ব্যাট করছে বেশ ভালোই। উইকেটের পিছনে বেশ ভালো ছন্দে ঘোরাফেরা করতে পারছে পন্থ। কিছু কিছু ক্ষেত্রে বেশি সময় ধরে ব্যাট করেছে ও। তখন আমি ওকে নেট থেকে টানতে টানতে বের করেছি।” 

[আরও পড়ুন:  ইয়ে দোস্তি…! ধোনি-কোহলির বন্ধুত্বের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়]

Advertisement

পন্টিং আত্মবিশ্বাসী পাঞ্জাবের বিরুদ্ধে পন্থের কাছ থেকে স্পেশাল কিছু দেখা যাবে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর পন্টিং বলছেন, ”ওর খেলা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা আমার জানা। তবে পাঞ্জাবের বিরুদ্ধে স্পেশাল ইনিংস পন্থ খেলে দিলে আমি অন্তত অবাক হব না। ওর অ্যাটিচিউড এবং হাসি, দলের হয়ে কিছু করতে পারার জন্য ছটফটানি খুবই সংক্রামক। সবাই ঋষভ পন্থের মতোই হতে চায়।”

Advertisement

[আরও পড়ুন: ইডেনে মুখোমুখি দুই অজি বোলার, স্টার্ক সম্পর্কে কী বলছেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ