Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ, ICU থেকে কেবিনে স্থানান্তর করা হল ক্রিকেটারকে

ভিজিটরদের ভিড়ে ঋষভের সংক্রমণ হতে পারে, আশঙ্কা হাসপাতাল ও পরিবারের।

Rishabh Pant sent to private cabin form ICU | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 2, 2023 1:40 pm
  • Updated:January 2, 2023 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। একাধিক চোটের কবলে পড়েছেন তিনি। একাধিক অস্ত্রোপচার করা হয়েছে তাঁর শরীরে। তবে নতুন বছরে আশাপ্রদ খবর দিলেন তাঁর চিকিৎসকরা। আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে জাতীয় দলের সদস্য ঋষভকে, এমনটাই জানা গিয়েছে। হাসপাতালে ঋষভকে দেখতে আসছেন একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব। এহেন পরিস্থিতিতে ঋষভের পরিবারের মত, অত্যধিক ভিড়ের কারণে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না পন্থ। হাসপাতালের চিকিৎসকরাও এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে একমত।

৩০ ডিসেম্বর ভোরবেলায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishabh Pant Accident)। সেদিন থেকে দেরাদুনের হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনি জানিয়েছেন, “আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে পন্থকে। প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, সেই জন্য সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁকে কেবিনে রেখেই চিকিৎসা করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: মোদির নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ, রায় সুপ্রিম কোর্টের]

দুর্ঘটনার খবর পেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নানা দুনিয়ার তারকা-সকলেই হাসপাতালে গিয়ে ঋষভের সঙ্গে দেখা করেছেন। কিন্তু বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে অসুস্থ শরীরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সকলের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্রাম পাচ্ছেন না উইকেটকিপার-ব্যাটার। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁর পরিবার ও হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, “এখন ঋষভের বিশ্রাম দরকার। দুর্ঘটনায় চোট পেয়ে এখনও যন্ত্রণা রয়েছে ওর। তার মধ্যেই ওকে দেখতে আসা সকলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাতে ওর শক্তিক্ষয় হচ্ছে। তার ফলে সুস্থ হতে অনেক বেশি সময় লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, এখন ঋষভের সঙ্গে দেখা করার পরিকল্পনা বাতিল করুন।”

Advertisement

অনিল কাপুর, অনুপম খের, নীতীশ রানার মতো ব্যক্তিত্বের পাশাপাশি পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভিজিটিং টাইম না থাকা সত্বেও আহত ক্রিকেটারকে দেখতে আসছেন সকলে। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার সমস্ত খবরের দিকে নজর রাখছে বিসিসিআই। আপাতত এই হাসপাতালেই ভারতীয় ক্রিকেটারের চিকিৎসা হবে বলেই জানিয়েছেন শ্যাম শর্মা।

[আরও পড়ুন: বছরের শুরুতেই জোড়া জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, প্রাণ হারালেন ৪ হিন্দু নাগরিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ