Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘রিটায়ার্ড আউটে’র পরও আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং রোহিতের, নিয়ম ভাঙল ভারত?

বুধবার বেঙ্গালুরুতে বড়সড় বিতর্ক রোহিতের দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করা নিয়ে।

Rohit Sharma bats in 2nd Super Over after retiring out in 1st. Is that legal | Sangbad Pratidin

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:January 18, 2024 11:11 am
  • Updated:January 18, 2024 11:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য আফগানিস্তানকে হারাতেও নিয়ম ভাঙল টিম ইন্ডিয়া (Team India)! প্রথম সুপারে রিটায়ার্ড আউট হওয়ার পরও দ্বিতীয় সুপার ওভারে কী ভাবে ব্যাট করলেন রোহিত শর্মা? প্রশ্ন তুলে হইচই বাঁধিয়ে দিয়েছেন প্রাক্তনরা? কিন্তু কী বলছে নিয়ম?

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া সুপার ওভারের (Super Over) পর ম্যাচের ফয়সলা হয়েছে ভারতের পক্ষে। প্রথম সুপার ওভারের শেষে এক বলে যখন দু’রান বাকি, তখন নিজেকে রিটায়ার্ড আউট করিয়ে নেন রোহিত (Rohit Sharma)। শেষ বলে দ্রুত রান নেওয়ার জন্য তাঁর জায়গায় পাঠানো হয় রিঙ্কু সিংকে। কিন্তু শেষ বলে যশস্বী জয়সওয়াল মাত্র এক রান পান। ম্যাচ টাই হয়ে যায়। যার ফলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

Advertisement

[আরও পড়ুন: যারা চাকরি না পেয়ে আন্দোলন করছেন তাঁদের অবস্থা বেশি করুণ! পর্যবেক্ষণ হাই কোর্টের]

আইসিসির (ICC) নিয়ম বলছে, প্রথম সুপার ওভারে কোনও ব্যাটার আউট হয়ে গেলে দ্বিতীয় সুপার ওভারে তিনি আর ব্যাট করতে পারেন না। বোলারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কোনও বোলার প্রথম সুপার ওভারে বল করলে দ্বিতীয় সুপার ওভারে বল করতে পারেন না। সেই নিয়ম মানলে প্রথম সুপার ওভারে ‘রিটায়ার্ড আউট’ হয়ে যাওয়ার রোহিতের আর দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার কথা নয়। কিন্তু দেখা গেল তিনিই ফের ব্যাট করতে এলেন। এবং এবার প্রথম ৩ বলেই তুলে দিলেন ১১ রান। তাই নিয়েই যত বিতর্ক। আকাশ চোপড়া, পার্থিব প্যাটেলের মতো প্রাক্তনীরা বলছেন, রোহিত যেহেতু প্রথম সুপার ওভারে রিটায়ার্ড আউট হয়েছেন, তাই দ্বিতীয় সুপার ওভারে তাঁর ব্যাট করা নিয়ম বিরুদ্ধ।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরের গৃর্ভগৃহে রামলালা! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত অযোধ্যা]

কিন্তু কী বলছে নিয়ম? এমসিসির (MCC) নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার যদি অসুস্থতা, চোট বা অন্য কোনও বাধ্যতামূলক কারণে মাঠ ছেড়ে থাকেন, তাহলে তিনি ‘রিটায়ার্ড নট আউট’ বা ‘রিটায়ার্ড হার্ট’ হিসাবে হবেন। আর যদি এর বাইরে অন্য কোনও কারণে বা স্বেচ্ছায় কোনও ব্যাটার মাঠ ছাড়েন তাহলে তাঁর ইনিংস ফের শুরু করতে হলে বিপক্ষ অধিনায়কের অনুমতি প্রয়োজন। যদি বিপক্ষ অধিনায়ক অনুমতি না দেন, তাহলে সেটা ‘রিটায়ার্ড আউট’ হিসাবে গণ্য হবে। এখন বুধবার প্রথম সুপার ওভারে রোহিতের (Rohit Sharma) মাঠ ছাড়াটা ‘রিটায়ার্ড হার্ট’ হিসাবে গণ্য হলে দ্বিতীয়বার তাঁর ব্যাট করাটা নিয়ম বিরুদ্ধ নয়। আবার আফগান অধিনায়ক তাঁকে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার অনুমতি দিয়ে থাকলে সেটাও নিয়ম বিরুদ্ধ নয়। কিন্তু যদি রোহিতের বেরিয়ে যাওয়া রিটায়ার্ড আউট হিসাবে গণ্য হয়, তাহলে সেটা নিয়ম বিরুদ্ধ। যদিও ম্যাচ রেফারি পুরো বিষয়টিতে ভারতকে ক্লিনচিট দিয়ে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ