BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আইপিএলের খারাপ ফর্ম অতীত, সিরিজ শুরুর আগেই ভারতীয় পেসারদের চ্যালেঞ্জ স্মিথের

Published by: Biswadip Dey |    Posted: November 14, 2020 2:55 pm|    Updated: November 14, 2020 4:03 pm

Steve Smith challenges India's fast bowlers to 'bring on short bowling' | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ক্রিকেট যুদ্ধ যে কেবল বাইশ গজেই সীমাবদ্ধ থাকে না, তা হয়তো নতুন করে বলে দিতে হবে না। অতীতেও সিরিজ শুরুর আগে ভারতীয়দের ‘চিনা মিউজিক’ শোনানোর হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে অজি বোলারদের। এবারও শুরু হল মাইন্ড গেম। তবে একটু অন্যভাবে। এবার ভারতীয় পেসারদের দিকে রীতিমতো চ্যালেঞ্জ চুঁড়ে দিলেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ (Steve Smith)।

আসলে ২০১৮-১৯ মরশুমের ঐতিহাসিক টেস্ট জয়ের পিছনে বিরাট বাহিনীর তুরুপের তাস হয়ে উঠেছিলেন বুমরাহ, শামি, ইশান্ত শর্মারা। এবার তাই আগাম চাপ দেওয়ার স্ট্র্যাটেজি নিলেন স্মিথ। ইনিংসের শুরুতে শর্ট বলে স্মিথ সমস্যায় পড়েন, অতীতে সে দৃষ্টান্ত দেখা গিয়েছে। সেই প্রসঙ্গ তুলে প্রাক্তন অজি অধিনায়ক জানাচ্ছেন, ‘‘অনেক সময়ই প্রতিপক্ষ আমাকে এভাবে আউট করতে চেয়েছে। তবে ওয়াগনার (নিউজিল্যান্ডের পেসার) যতটা সফল হয়েছে ততটা কেউ হতে পারেনি। মাথা ও পাঁজর লক্ষ্য করে বল করায় ও রীতিমতো দক্ষ।’’

[আরও পড়ুন: রোহিত কি আরসিবিকে IPL জেতাতে পারত? অধিনায়কত্ব নিয়ে কোহলির পাশে প্রাক্তন ক্রিকেটার]

কিন্তু তিনি জানাচ্ছেন, আর কেউই শর্ট বল করে তাঁকে সমস্যায় ফেলতে পারবে না। বরং সেই গেমপ্ল্যান বুমেরাং হয়ে যেতে পারে। স্মিথের কথায়, ‘‘যদি দলগুলি ওইভাবে আমাকে আউট করার চেষ্টা করে যায়, তাহলে আমাদের দলেরই লাভ। কেননা টানা শর্ট বল করলে শরীরে ধকল পড়বে। আমি আমার জীবনে শর্ট বল অনেক খেলেছি। আমার এমন কিছু অসুবিধা হয়নি। দেখা যাক কী হয়।’’

এভাবেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে সিরিজ শুরুর দামামা বাজিয়ে দিলেন অজি তারকা। প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ওয়ানডে, টি২০ ও টেস্ট, ক্রিকেটের তিন ফরম্যাটেই মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের দুই সেরা দল। আপাতত সেই লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই।

[আরও পড়ুন: ‘লোকে চোটের ব্যাপারটা বোঝে না, তাই যা খুশি বলে’, মেজাজ হারিয়ে আক্রমণাত্মক সৌরভ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে