Advertisement
Advertisement

Breaking News

Ramiz Raja Shoaib Akhtar

শোয়েব ‘বিভ্রান্ত সুপারস্টার’, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে কটাক্ষ রামিজ রাজার

বাবর আজমের ইংরেজি উচ্চারণ নিয়ে সমালোচনা করেছিলেন শোয়েব।

Verval volley starts between Ramiz Raja and Shoaib Akhtar । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 25, 2023 2:26 pm
  • Updated:February 25, 2023 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবর আজম (Babar Azam) ও কামরান আকমলের (Kamran Akmal) ইংরেজি উচ্চারণ নিয়ে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। এবার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর তীব্র সমালোচনা করলেন রামিজ রাজা।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রসঙ্গে শোয়েব আখতার বলেছিলেন, ”পাকিস্তানের অধিনায়ক অথচ ইংরেজি বলতে পারে না।” এক লাইভ শোতেও কামরান আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে সমালোচনা করেছিলেন। শোয়েবের মতো সুপারস্টারের এহেন সমালোচনার পরে কামরান আকমলকে তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হয়। সেই সব নিয়েই এবার রামিজ রাজা আক্রমণ করেন শোয়েবকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘রোহিতদের সমান বেতন পেয়েও ব্যর্থ, ডান্ডা দরকার’, হরমনপ্রীতদের তোপ প্রাক্তন অধিনায়কের]

এখানে উল্লেখ্য, শোয়েবের সমালোচনা থেকে বাদ যাননি রামিজও। তবে রামিজের ইংরেজি উচ্চারণ নিয়ে শোয়েব কিছু বলেননি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস রামিজ রাজা সম্পর্কে বলেছিলেন, নিজের প্রচারের জন্য রামিজ রাজা পিসিবি-র চেয়ারম্যান হয়েছিলেন।

Advertisement

এক টেলিভিশন টক শোয়ে রামিজ রাজা প্রাক্তন পাক পেসার সম্পর্কে বলেন, ‘বিভ্রান্ত সুপারস্টার’। রামিজ রাজা বলেন, ”কিছু মানুষের ভুল ধারণা থাকে। শোয়েব আখতার সেরকমই একজন। ওর সঙ্গে কামরান আকমলের একটা সমস্যা ছিল। সবাই ব্র্যান্ড হোক, এটাই চায় শোয়েব। কিন্তু ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত।”

১৯৯২ সালের বিশ্বজয়ী পাক দলের সদস্য রামিজ রাজা। শোয়েবকে ‘সবক’ শেখানোর জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটারদের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন তিনি। জানিয়েছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা কখনওই সর্বসমক্ষে অন্যের সমালোচনা করে না। রামিজ বলছেন, ”রাহুল দ্রাবিড়কে নিয়ে সুনীল গাভাসকর কখনওই সবার সামনে সমালোচনা করে না। প্রাক্তন ক্রিকেটারদের শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।”  

[আরও পড়ুন: টিকিট বিতর্কের মাঝেই আজ ডার্বি, মোহনবাগানের লক্ষ্য ৩ পয়েন্ট, ইস্টবেঙ্গলের বাজি ক্লেটন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ