Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

বিরাট সংঘাত! ‘মিথ্যা বলছেন কোহলি’, সরাসরি জানিয়ে দিল সৌরভের বোর্ড

সৌরভকে বেকায়দায় ফেলতে কি ইচ্ছাকৃতভাবেই অন্দরের কোন্দল বাইরে আনছে শাস্ত্রী-কোহলি জুটি?

Virat Kohli can’t say that we didn’t keep him in the loop, Claims BCCI official | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 15, 2021 5:25 pm
  • Updated:December 15, 2021 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখঢাক নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতীয় বোর্ড এবং বিরাট কোহলির মধ্যেকার সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এল। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক সাংবাদিক বৈঠক করে বোমা ফাটানোর কিছুক্ষণের মধ্যেই পালটা দিল বিসিসিআই (BCCI)। সরাসরি জানিয়ে দেওয়া হল, বিরাট মিথ্যা বলছেন। গত সেপ্টেম্বরেই তাঁকে টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল।

Virat Kohli can’t say that we didn’t keep him in the loop, Claims BCCI official
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এর আগে যেখানে কোনওদিন সিরিজ জিততে পারেনি ভারত। এ হেন গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি (Virat Kohli) যেভাবে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়েছেন, সেই দুঃসাহস হয়তো এর আগে আর কোনও ভারতীয় অধিনায়ক দেখাননি। সাংবাদিক বৈঠকে কোহলি যেভাবে একের পর এক বিস্ফোরণ ঘটালেন, সেটা বিসিসিআইও নীরবে সহ্য করল না। কোহলি দাবি করেছিলেন, কেউ তাঁকে টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেনি। কিন্তু বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, সেই সেপ্টেম্বরেই টি-২০ অধিনায়কত্ব নিয়ে বোর্ড কর্তারা কথা বলেছিলেন কোহলির সঙ্গে। তাঁকে অধিনায়কত্ব না ছাড়তেও অনুরোধ করা হয়। বোর্ডের ওই কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিরাট কী করে বলছে যে ওর সঙ্গে কথা বলা হয়নি! আমরা সেপ্টেম্বরেই ওর সঙ্গে কথা বলেছিলাম। অনুরোধ করেছিলাম টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু একবার ও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখা সম্ভব ছিল না।”

Advertisement

[আরও পড়ুন: ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলব’, যাবতীয় গুঞ্জন উড়িয়ে ঘোষণা বিরাটের]

মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয় যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। বিরাটের এই দাবিও একপ্রকার নাকচই করে দিয়েছেন বোর্ডের ওই কর্তা। তিনি বলছেন, নির্বাচক প্রধান চেতন শর্মা (Chetan Sharma) দল নির্বাচনের বৈঠকের দিন সকালেই কোহলিকে জানিয়ে দেন, যে তিনি আর অধিনায়ক থাকছেন না। মোদ্দা কথা বোর্ডের ওই কর্তার বক্তব্য অনুযায়ী সাংবাদিক বৈঠকে বিরাট যা যা বলেছেন, তার অধিকাংশই মিথ্যা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওয়ানডে অধিনায়ক থাকছি না, জানানো হয় মাত্র দেড় ঘণ্টা আগে’, বোমা ফাটালেন কোহলি]

বিরাট নাকি সৌরভের বোর্ড? ওয়ানডে অধিনায়কত্ব ইস্যুতে কে সত্যি বলছে সেটা এত দূর থেকে বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হল, আজ যেভাবে বোর্ড এবং অধিনায়ক একে অপরের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে অভিযোগের তির ছুঁড়ছেন, সেই পরিস্থিতি তৈরি হল কেন? নিন্দুকেরা বলেন, ভারতীয় ক্রিকেটে এখন দুটি পাওয়ার সেন্টার তৈরি হয়েছে। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। অন্যদিক, কোহলি-শাস্ত্রী জুটি। রবি শাস্ত্রীও দিন কয়েক আগে নাম না করে বিসিসিআই প্রেসিডেন্টকে নিশানা করেছিলেন। দাবি করেছিলেন, তাঁর দলের সাফল্যে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিল। সেটা সম্ভবত ছিল বিরাট-শাস্ত্রী শিবিরের প্রথম তির। দ্বিতীয় তিরটি এদিন ছুঁড়লেন বিরাট নিজে। লক্ষ্য একটাই, সৌরভের বোর্ডের বিরুদ্ধে ক্ষমতা হারানোর ‘বদলা’ নেওয়া। কোহলি এবং শাস্ত্রীর ঝুলিতে এমন কত তির আছে, কে জানে! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ