Advertisement
Advertisement
IPL IPL 2023 Virat Kohli

‘লড়াইটা নিজের সঙ্গেই’, মুম্বইয়ের কাছে হারের পরে সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্ট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান পাননি কোহলি।

Virat Kohli posted a motivational message on Instagram after MI loss । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 10, 2023 6:04 pm
  • Updated:May 10, 2023 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল মেসেজ পোস্ট করলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরই কোহলি পোস্ট করেছেন।

আরসিবি-র হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ফ্যাফ ডু প্লেসির পরই রয়েছেন বিরাট। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ৪২০ রান। গড় ৪২।

Advertisement

[আরও পড়ুন: অস্কারজয়ী এলিফ্যান্ট হুইস্পারার্স পরিচালকের দেখা ধোনির, দেওয়া হবে বিশেষ সম্মান]

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে কোহলির ব্যাট কথা বলেনি। আগ্রাসী শট খেলতে গিয়ে ঈশান কিষানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

কোহলি রান না পেলেও গ্লেন ম্যাক্সওয়েল, ডু প্লেসির দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে করে ১৯৯ রান।
কিন্তু এই রান করেও মুম্বই ইন্ডিয়ান্সকে আটকে রাখা যায়নি। সূর্যকুমার যাদবের দাপটে মুম্বই ইন্ডিয়ান্স ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

 

মঙ্গলবার আরসিবি হেরে যাওয়ার পরে কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ”প্রতিযোগিতার কথা সব সময়েই মাথায় রয়েছে। কিন্তু বাস্তব হল, লড়াইটা শুধু তোমার সঙ্গে তোমারই।” লড়াইটা দিনের শেষে নিজেরই।

[আরও পড়ুন: সূর্যর ইনিংসে মোহিত সৌরভ, মহারাজকীয় টুইটে কোহলির ছায়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement