Advertisement
Advertisement
Virat Kohli

‘আমার কাছে তুমিই সর্বকালের সেরা’, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাট কোহলির

এক চ্যাম্পিয়নকে ভালবাসায় ভরিয়ে দিলেন আরেক চ্যাম্পিয়ন।

Virat Kohli writes heartfelt message to Cristiano Ronaldo | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 12, 2022 9:57 am
  • Updated:December 12, 2022 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের দুই গোলার্ধে বাস। কর্মক্ষেত্র আলাদা। অথচ দু’জনের চরিত্রে অদ্ভুত মিল। দুজনেই পরিশ্রমের প্রতিমূর্তি। নিজেদের মাঠে দু’জনেই চ্যাম্পিয়ন। সম্ভবত সেকারণেই একজনের মনে আরেকজনের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালবাসা আর সম্মান। প্রথমজন বিরাট কোহলি। যিনি সদ্যই নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটিয়ে উঠেছেন। আরেকজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কেরিয়ারের সায়াহ্নে এসে যিনি শায়িত বিতর্কের শরশয্যায়। এই কঠিন সময়ে তাই দ্বিতীয়জনকে আগলে ধরলেন প্রথমজন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য আবেগের বিস্ফোরণ হল বিরাট কোহলির।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় লিখলেন, “তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব কতটা কোনও শিরোপা দিয়ে সেটা বর্ণনা করা যায় না। আমি এবং আমার মতো অজস্র মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তুমি ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।”

[আরও পড়ুন: পুরুষদের তুলনায় মহিলারাই বেশি পায়ে হেঁটে কর্মক্ষেত্রে যান, দাবি বিশ্ব ব্যাংকের]

এরপরই নির্দ্বিধায় বিরাট কোহলি (Virat Kohli) বলে দিয়েছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমিই আমার কাছে সর্বকালের সেরা।” আসলে বিরাট কোহলিও বিশ্বের আর পাঁচজন ক্রীড়াপ্রেমীর মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভক্ত। সিআর সেভেনের (CR7) হার না মানা মানসিকতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বাধা টপকে যাওয়ার তাগিদ বরাবরই তাঁকে অনুপ্রাণিত করেছে। বিরাট একাধিক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন।

[আরও পড়ুন: সব খতম! কাশ্মীরে আর অবশিষ্ট নেই কোনও শীর্ষ জঙ্গি, দাবি ডিজিপির]

বিশ্বকাপ (FIFA World Cup) থেকে বিদায়ের মঞ্চে এ হেন চ্যাম্পিয়নের চোখের জল হয়ত ব্যাথিত করেছে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়কেও। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের সহানুভুতির বার্তা প্রিয় তারকার কাছে পৌঁছে দিয়েছেন কোহলি। বিশ্বের লক্ষ লক্ষ ফ্যানবয়ের মতো তিনিও চাইছেন, ফুটবল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন অধরা থেকে যাওয়ার যে বেদনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভিতরে ভিতরে রক্তাক্ত করে দিয়েছে, সেই বেদনার উপশম হোক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement