সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে টেস্ট ক্রিকেট! WTC ফাইনালকে বলা হচ্ছে ‘আলটিমেট টেস্ট’। টেস্ট ক্রিকেটের সেই টেস্টে যে এত সুন্দর উত্তর লেখা যায়, সেটাই দুই যোদ্ধা দেখিয়ে দিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। আর দরকার ৬৯ রান। সেঞ্চুরিতে অপরাজিত আইডেন মার্করাম, অন্যদিকে চোট নিয়েও হাফসেঞ্চুরি অধিনায়ক টেম্বা বাভুমার। যাঁর ইনিংস দেখে নেটদুনিয়া বলছে, ‘সিংহের মতো লড়াই’।
প্রোটিয়াদের পেস আক্রমণ সামলে ২৮২ রানের বিরাট লক্ষ্য খাঁড়া করে অস্ট্রেলিয়া। শুরুতে রিকেলটনের উইকেট তুলে পালটা আক্রমণের চেষ্টা করেছিলেন স্টার্ক। কিন্তু মার্করাম-বাভুমাদের টপকাতে পারলে তো? মার্করাম ১০২ রানে অপরাজিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল এক ব্যাটার দেখিয়ে দিলেন কীভাবে প্রবল চাপ মাথায় নিয়ে টেস্ট ক্রিকেট খেলতে হয়। এর সঙ্গে রয়েছেন টেম্বা বাভুমা। গ্ল্যামারের দুনিয়ায় নামডাক নেই, ট্রোলডও হন। আশা করাই যায়, ফাইনাল জিতলে সেটা থামবে। হ্যামস্ট্রিংয়ে চোট, দৌড়তে পারছেন না। কার্যত এক পায়েই খেললেন পুরো ইনিংসটা। মাঝে ফিজিও এসে শুশ্রূষা করলেন। কিন্তু স্টার্কের বাউন্সারগুলো আলতো হাতে পুল দেখে কে বলবে সেটা? কখনও বা কামিন্সের সুইংকে ব্যাটের মাঝখান দিয়ে নামিয়ে নিলেন মাটিতে। তিনি অপরাজিত আছেন ৬৫ রানে। WTC ফাইনালে এটাই কোনও অধিনায়কের সর্বোচ্চ রান।
প্রোটিয়া অধিনায়ক হাফসেঞ্চুরিতে পৌঁছতেই তুমুল উচ্ছ্বাস লর্ডসে। উঠে দাঁড়িয়ে হাততালিতে বরণ করে নিলেন তাঁর লড়াকু ইনিংসকে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। অন্যদিকে নেটদুনিয়া বলছে, ‘বাভুমার কষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সিংহের মতো লড়ে যাচ্ছে।’ একজন লিখেছেন, ‘একেই বলে যোদ্ধা’। আবার বলা হচ্ছে, ‘যেখানে অন্ধকার, সেখানে বাভুমা আলো। যেখানে সবাই বন্দি, বাভুমা সেখানে স্বাধীনতার নাম’। যেভাবে তাঁর উচ্চতা বা গায়ের রংয়ের জন্য ব্যঙ্গ করা হত, বাভুমা যেন তাঁর যোগ্য জবাব দিলেন।
The entire Lord’s Cricket Ground chanted Temba Bavuma’s name after his brilliant half-century🇿🇦🔥🇿🇦 congratulations to our Captain pic.twitter.com/HIrov2lZjj
— Xoli Zondo (MBA) (@XoliswaZondo) June 13, 2025
Captain Temba Bavuma is in so much pain, but still standing tall like a lion.
-He is giving his all 🔥 pic.twitter.com/CjUlTiOfKE
— TukTuk Academy (@TukTuk_Academy) June 13, 2025
Who is Temba Bavuma?
For the blind, Bavuma is the light.
For the hungry, Bavuma is the bread.
For the thirsty, Bavuma is the fountain.
For the sick, Bavuma is the cure.
For the prisoner, Bavuma is freedom.
For the liar, Bavuma is the truth.
For the traveler, Bavuma is the way. pic.twitter.com/7LDppIRyy0— Gagan🇮🇳 (@1no_aalsi_) June 13, 2025
আবার লর্ডসে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার সুবাদে ডন ব্র্যাডম্যানের পাশে বসল মার্করামের নাম। এই তালিকায় আরও আছে গর্ডন গ্রিনিচ, মাইকেল ক্লার্ক ও অজিত আগরকরের নাম। দুজনের জুটিতে ওঠে ১৪৩ রান। WTC ফাইনালের কোনও দলের সেকেন্ড ইনিংসে এই প্রথম একশো রানের পার্টনারশিপ হল। সেই সঙ্গে ভাইরাল মার্করামকে নিয়ে কোহলির সাত বছর পুরনো টুইট। যেখানে তিনি লিখেছিলেন, ‘আইডেন মার্করামকে ব্যাট করতে দেখা চোখের আনন্দ।’
💯💯#WTC25 #WtcFinal2025 pic.twitter.com/qyATJJ0X4z
— Punjab Kings (@PunjabKingsIPL) June 13, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.