BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘পিএসএলে কেউ ১৬ কোটি টাকা পাবে না’, IPL নিয়ে রামিজ রাজার কটাক্ষের পালটা আকাশ চোপড়ার

Published by: Krishanu Mazumder |    Posted: March 17, 2022 7:06 pm|    Updated: March 21, 2022 12:35 pm

You will not see a player playing for 16 crores in the PSL, Aakash Chopra reacts to PCB chairman Ramiz Raja’s statement | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে পিসিবি-র (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) বলেছিলেন, পাকিস্তান সুপার লিগে নিলাম পদ্ধতি চালু হলে আইপিএল খেলতে কেউই যাবে না। পিএসএলে (PSL) নেই নিলাম। আছে  ড্রাফট পদ্ধতি। সেই কারণেই, প্রতিযোগিতায় পিএসএল অনেকটাই পিছিয়ে রয়েছে আইপিএলের (IPL) থেকে। পিএসএলের নিয়মে বদল আনতে চান রামিজ।  চালু করতে চাইছেন নিলাম পদ্ধতি। পাকিস্তান সুপার লিগে নিলাম চালু হলে তা আইপিএলের আধিপত্য খর্ব করবে বলেই মনে করেন রামিজ। 

পিসিবি চেয়ারম্যানের এহেন মন্তব্যের পরে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Akash Chopra)। বললেন, নিলাম চালু হলেও পাকিস্তান সুপার লিগে ১৬ কোটি টাকা কেউ পাবেন না। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ”ড্রাফটের পরিবর্তে যদি নিলামও চালু হয় পাকিস্তান সুপার লিগে, তবুও কেউ ১৬ কোটি টাকা পাবে না। কোনও ভাবেই তা সম্ভব হবে না।” 

[আরও পড়ুন: নীরব মোদি কাণ্ডের পর ফের আর্থিক প্রতারণার শিকার PNB, এবার ২ হাজার কোটি টাকার ধাক্কা]

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে আইপিএল। আইপিএল চালু হওয়ার পর বিভিন্ন দেশে চালু হয় বিভিন্ন টি-টোয়েন্টি লিগ। তবুও জনপ্রিয়তা হারায়নি আইপিএলের। পাকিস্তান সুপার লিগে যদি নিলাম চালু হয়, তাহলে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই পাকিস্তানে খেলতে আসবে। আইপিএলে তাঁরা যাবেন না বলে মনে করছেন রামিজ। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রামিজ রাজা বলেছেন, ”এটা অর্থের খেলা। পাকিস্তানে ক্রিকেট অর্থনীতি ঊর্ধ্বমুখী হওয়ায়, আমাদের সম্মান বেড়ে গিয়েছে। এই অর্থনীতির বাড়বাড়ন্তের পিছনে রয়েছে পিএসএল। আমরা যদি পিএসএলে নিলাম চালু করি তাহলে আইপিএলের সঙ্গে একই বন্ধনীতে রাখা যাবে পিএসএলকে। আর তখনই দেখা যাবে পিএসএল ছেড়ে ক’ জন আইপিএল খেলতে যায়।”

আকাশ চোপড়া বলছেন, ”সত্যি কথা বলতে কী, গত বছর যখন ক্রিস মরিস খেলছিল, তখন ওর একটা বলের মূল্য অন্য লিগের খেলোয়াড়দের স্যালারির থেকে বেশি ছিল। আইপিএলের সঙ্গে কি কখনও তুলনা সম্ভব পিএসএল, বিবিএল, দ্য হান্ড্রেড অথবা সিপিএলের? এটা কি অবিবেচকের মতো মন্তব্য হয়ে গেল না?” 

[আরও পড়ুন: জল্পনার অবসান, আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন! যেতে পারেন রাজ্যসভায়]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে