Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপে হ্যাটট্রিক করে একগুচ্ছ রেকর্ডের মালিক হলেন রোনাল্ডো

এমন নজির নেই কিংবদন্তি পেলে, মারাদোনারও।

FIFA football world cup 2018: Cristiano Ronaldo scripts history
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 6:03 pm
  • Updated:June 16, 2018 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্রাজ্যের নাম যদি ফুটবল হয়, তবে সেখানকার স্বেচ্ছাচারী রাজা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ফুটবল শৈলীকে যে মাত্রায় তিনি পৌঁছে দিয়েছেন, তাতে মোহিত গোটা বিশ্ব। ফুটবল দলগত খেলা, এমন চিরন্তন সত্যকেও একক কৃতিত্বে ভুল প্রমাণ করে দিলেন এই ব্যক্তি। রাশিয়া বিশ্বকাপ সাক্ষী থাকল ভিনগ্রহের এক তারকার ক্লাসি ফুটবলের। যিনি এক রাতে একগুচ্ছ রেকর্ডের মালিকও হয়ে উঠলেন।

স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কী কী নজির গড়লেন সিআর সেভেন? তিন মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করতেই আটটি বড় আন্তর্জান্তিক টুর্নামেন্টে গোল করার ইতিহাস গড়লেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা-সহ আটটি বড় টুর্নামেন্টে গোলের পাশে লেখা থাকল একমাত্র রোনাল্ডোর নাম। ২০০৪ সাল থেকে যখনই পর্তুগালের জার্সি গায়ে নেমেছেন, তখনই এক একটা টুর্নামেন্টে অন্তত একটি গোল করেইছেন। আর এভাবেই যত দিন গিয়েছে, ভারী হয়েছে তাঁর রেকর্ড বুক। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে পরপর চারটি বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) গোলের নজির গড়লেন রোনাল্ডো। তাঁর আগে এই রেকর্ড রয়েছে কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলে, জার্মান তারকা উয়ে সিলার এবং মিরোস্লাভ ক্লোসের।

Advertisement

[‘আমিই বিশ্বের সেরা ফুটবলার’, মেসি-রোনাল্ডোকে কোথায় রাখলেন নেইমার?]

এখানেই শেষ নয়। শুক্ররাতে আরও কিছু রেকর্ড ঝুলিতে ভরলেন রিয়াল স্ট্রাইকার। ৪৫ বারের চেষ্টায় কোনও মেজর টুর্নামেন্টের ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করতে সফল হলেন তিনি। এমন অবিশ্বাস্য, অভাবনীয় শট কীভাবে নিলেন তিনি, তা নিয়ে চলছে জোর আলোচনা। হাজার চর্চাতেও বিস্ময় কাটছে না। বিশ্বাস হচ্ছে না ৩৩ বছর ১৩০ দিন বয়সেও কীভাবে হ্যাটট্রিক করলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে এই কৃতিত্ব শুধু রব রেনসেনব্রিঙ্কের ছিল। তাঁকেও টপকে গেলেন সিআর সেভেনে। ১৯৭৮-এর জুন মাসে ৩০ বছর ৩৩৫ দিন বয়সে ইরানের বিরুদ্ধে গোলের হ্যাটট্রিক করেছিলেন এই ডাচ তারকা।

Advertisement

ক্লাব ও দেশের জার্সি গায়ে সবমিলিয়ে শুক্রবার ৫১টি হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন রোনাল্ডো। কোথায় থামবেন জানা নেই। তা জানার কোনও আগ্রহও নেই তাঁর ভক্তদের। এখন তো শুধুই এগিয়ে যাওয়ার পালা। কাকতালীয়ভাবে শুক্রবারই বিশ্বকাপের ইতিহাসেও ৫১তম হ্যাটট্রিক হল। তবে এত বড় মঞ্চে হ্যাটট্রিক করার নজির পেলে, মারাদোনা, জিনেদিন জিদান, লিও মেসির মতো তারকাদেরও নেই। তাঁর দল বিশ্বকাপে কতটা কী করবে এখনই বলা কঠিন। তবে ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরাদের থেকে আলাদা আসনে বসালেন রোনাল্ডো। আরও একবার প্রমাণ করলেন তিনিই কেন সেরা।

[রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করে স্প্যানিশ আর্মাডা রুখে দিলেন রোনাল্ডো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ