Advertisement
Advertisement
Real Madrid

টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার সিটির, সেমিফাইনালে রিয়াল

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

Beating Manchester City, Real Madrid through to the UEFA Champions league semifinal

ম্যাচ জেতার পরে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 18, 2024 9:23 am
  • Updated:April 18, 2024 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। গতবারের হারের মধুর প্রতিশোধ এবার নিল স্প্যানিশ ক্লাবটি। পেনাল্টি শুট আউটে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-৪ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল রিয়াল। কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। 
রিয়ালের ডিফেন্সের কাছে হার মানে ম্যাঞ্চেস্টার সিটি। বেশির ভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও, স্পেনের ক্লাবটির রক্ষণ ভাঙা সম্ভব হয়নি সিটির পক্ষে। রিয়ালের বারের নীচে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার আন্দ্রে লুনিন। 

[আরও পড়ুন: সুনীলকে ওপেনিংয়ে এনেছেন গম্ভীর, রহস্য ফাঁস রিঙ্কুর]

টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন বার্নাডো সিলভা ও মাতেও কোভাচিচ। তাঁদের শট থামান রিয়াল গোলকিপার। ম্যাঞ্চেস্টার সিটির গোলকিপার এডারসন আবার থামান লুকা  মডরিচের শট।

Advertisement

কোয়ার্টার ফাইনালে প্রথম সাক্ষাতে দুদলের খেলার ফলাফল ছিল ৩-৩। দ্বিতীয় সাক্ষাতের  ১২ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রডরিগো। গোলের পরে ম্যাঞ্চেস্টার সিটি আক্রমণের ঝাঁজ বাড়ায়। রিয়ালের ডিফেন্সে আতঙ্ক বাড়ান কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশরা। 

Advertisement

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ছিল জমাটি। ৭৬ মিনিটে রুডিগারের ভুলেই ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সমতা ফেরান ডি ব্রুইন। নব্বই মিনিটের শেষে দুই লেগ মিলিয়ে খেলার ফলাফল ছিল ৪-৪।  এক্সট্রা টাইমেও খেলার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যে রুডিগারের ভুলে গোল হজম করতে হয়েছিল রিয়ালকে, সেই রুডিগারই পেনাল্টি শুট আউটে প্রায়শ্চিত্ত করেন। পেনাল্টি শুট আউটে ৪-৩-এ ম্যাচ জিতে সেমিফাইনালে পৌছে যায় রিয়াল। 

[আরও পড়ুন: প্রয়াত অ্যাংরি র‌্যান্টম্যান, বাঙালি ইউটিউবারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াপ্রেমীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ