Advertisement
Advertisement

Breaking News

বিপুল আর্থিক ক্ষতির জের! ফুটবল মরশুম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ফিফা

আগেই সদস্য দেশগুলিকে আর্থিক সাহায্য করার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা।

Fifa takes huge decision on the future of current football session
Published by: Subhajit Mandal
  • Posted:April 7, 2020 11:12 am
  • Updated:April 7, 2020 3:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইপিএল, লা লিগা, সিরি আ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের মতো ইউরোপের প্রথম সারির যাবতীয় ফুটবল লিগ আপাতত বন্ধ। ইউরোপের যা পরিস্থিতি তাতে অদূর ভবিষ্যতে টা শুরু হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে ইউরোপিয়ান লিগগুলো কি আদৌ শেষ করা যাবে?

champions-league_web

Advertisement

ইপিএল, লা লিগা, সেরি আ-র মতো লিগ যাতে বর্তমান মরশুম শেষ করতে পারে তা নিশ্চিত করতে অবশেষে নামল ফিফা। সোমবার ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী খুব শীঘ্রই ফিফা জানাতে চলেছে, যে প্রতিটা ইউরোপিয়ান ফুটবল সংস্থাকে অনুমতি দেওয়া হবে যাতে পরিস্থিতি অনুযায়ী তারা মরশুম এগোতে বা পেছোতে পারে। কারোর উপর দ্রুত মরশুম শেষ করার কোনও ডেডলাইন দেওয়া হবে না। ফিফার এই সিদ্ধান্তের পর প্রতিটা টেনশনের চোরাস্রোত কিছুটা হলেও কেটেছে ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থার উপর থেকে। আবার এটাও ধরে নেওয়া হচ্ছে এ বারের ইপিএল বা লা লিগা শেষ করতে আর কোনও সমস্যা হবে না আয়োজকদের। সঙ্গে আবার ফিফা (FIFA) দলবদলের সময়েও বাড়িয়ে দেবে। যার ফলে ৩০ জুনের পরেও ফ্রি এজেন্ট হতে চলা ফুটবলারদেরও নতুন চুক্তি দিতে পারবে ক্লাবগুলো।

Advertisement

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় বিপুল অনুদান, সেই মারণ রোগেই মাকে হারালেন পেপ গুয়ার্দিওলা]

উল্লেখ্য, করোনার জেরে মাঝপথে লিগ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ক্লাবগুলি। অনেকগুলি ম্যাচ না হওয়ায় আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। কথা হচ্ছে খেলোয়াড়দের বেতন কাটা নিয়েও। তাছাড়া লিগ যদি শেষ না হয়, তাহলে লিভারপুলের (Liverpool F.C.) মতো ক্লাব যারা কিনা দীর্ঘদিন বাদে জাতীয় লিগ জয়ের আশায় বুক বেঁধেছে, তাঁরাও চূড়ান্ত হতাশ হবে। এই পরিস্থিতিতে ফিফা যদি লিগ শেষ করার সময়সীমা বাড়িয়ে দেয় তাহলে সবকটি ক্লাবই হাঁফ ছেড়ে বাঁচবে।

[আরও পড়ুন: সুস্থ হওয়ার কয়েক দিন পর ফের করোনা আক্রান্ত দিবালা ও তাঁর বান্ধবী]

উল্লেখ্য, করোনার জেরে বিভিন্ন দেশের ফুটবল সংস্থা যাতে আর্থিকভাবে বিপুল ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আগেই কাজ শুরু করে দিয়েছে ফিফা। প্রতিটি সদস্য দেশকে আর্থিক সহায়তার কোথাও ভাবা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ