Advertisement
Advertisement

Breaking News

Igor Stimac

‘ফেডারেশনের সঙ্গে কোনও যুদ্ধ নেই’, একান্ত সাক্ষাৎকারে বললেন ভারতের কোচ স্টিমাচ

এশিয়ান গেমসে ভাল ফল নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ।

Igor Stimac is talking about Federation and upcoming games | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 6, 2023 11:09 am
  • Updated:September 6, 2023 11:09 am

বোরিয়া মজুমদার: আজ বুধবার জাতীয় কোচ ইগর স্টিমাচের জন্মদিন। তার কয়েক ঘণ্টা আগে ইগর স্টিমাচ ধরা দিলেন ‘সংবাদ প্রতিদিন’-এর কাছে।

প্রশ্ন: প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবারের জন্মদিনটা আশাকরি অন্যবারের তুলনায় মানসিকভাবে চাপের আপনার কাছে?
স্টিমাচ: ধন্যবাদ আপনাকে। আমার জন্য যদি সত্যি শুভেচ্ছা জানাতে হয়, তাহলে বলব আমি চাই বৃহস্পতিবার স্বপ্নের ফলাফল করুক আমার ছেলেরা। যদি ওরা ইরাকের বিরুদ্ধে দারুণ কোনও ফলাফল করতে পারে, তাহলে সেটাই হবে সত্যিকারের আমার জন্মদিনের উপহার। কিন্তু এই ইরাকের বিরুদ্ধে নামার আগে মাত্র আমি একটি ট্রেনিং সেশন পেলাম। যা আমাকে চিন্তায় রাখবে। যেখানে এই কিংস কাপের জন্য ইরাক দল দু’সপ্তাহের অনুশীলন করার সুযোগ পেয়েছে। আমার দলের কিছু সমস্যা রয়েছে। এই দেখুন ছাংতের জ্বর। চোটের জন্য শুভাশিস আসতেই পারেনি। আকাশও ভাল জায়গায় নেই। তবে এটা বলতে পারি, আমরা সহজে পালিয়ে যাওয়ার পাত্র নই। ছেলেদের বলেছি জাতীয় দলের জন্য তোমরা নিজেদের সবটুকু উজার করে দাও। আমি জানি ম্যাচের শেষে যে কোন পরিস্থিতিতেই ওরা সত্যি অসম্ভবকেও সম্ভব করবে। সেটাই হবে আমার বড় উপহার।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা]

প্রশ্ন: খারাপ লাগলেও জিজ্ঞাসা করতে হচ্ছে, কিছু মন্তব্যের জন্য গত ৩১ আগস্ট আপনাকে শো’কজ করা হয়েছে। বিস্তারিত বলছি না, এমন পরিস্থিতিতে কীভাবে এই ম্যাচে আপনি ফোকাস করবেন?
স্টিমাচ: এইখানে আপনাকে একটু থামাতে হচ্ছে আমাকে। এই দলের আমি একজন সদস্য। আমার আগ্রহ রয়েছে এই দল নিয়ে সবসময়। জানি ফেডারেশনকে কতটা চাপের মধ্যে থাকতে হয়। আমরা কখনওই বিপরীত দলের সদস্য নই। আমরা একই দলের। আমরা সবসময় ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহী। আমি এখানে এসেছি ভারতীয় ফুটবলকে কিছু দিতে। এটাই একমাত্র কারণ ছিল।

Advertisement

প্রশ্ন: আশাকরি এই সমস্যা দ্রুত সমাধান হবে। এশিয়ান গেমসের সম্পর্কে কিছু বলুন। এই টুর্নামেন্ট দেশের জন্য অনেক অনেক সম্মানজনক।
স্টিমাচ: আমি ক্লাবগুলোকে দোষ দিতে চাই না। ফিফা উইন্ডোতে না হলে এখানে আইএসএলের সঙ্গে একটা সমস্যা হবে। ধরা যাক বেঙ্গালুরু এফসির একটা উদাহরণ। তাদের দু’জন গোলকিপারের যদি চোট লাগে তাহলে তারা গুরপ্রীতকে ছাড়বে না। আমি সব ক্লাবের কাছে অনুরোধ করব প্রত্যেকে যদি দু’জন ফুটবলারকে ছেড়ে দেয় জাতীয় দলের জন্য। তারা যদি এটা করে তাহলে আমরা একটা ভাল দল গড়তে পারব। এশিয়ান গেমসে আমাদের ভাল সুযোগ রয়েছে। চিনের বিরুদ্ধে দারুণ কিছু করে পরের পর্বে পৌঁছাতে পারি। কিন্তু এরজন্য আমাদের ভাল ফুটবলার দরকার। আশাকরি দু’একদিনের মধ্যে এই বিষয়ে স্বচ্ছ ধারণা পাব।

প্রশ্ন: আপনার সঙ্গে সুনীলের কথা হয়েছে?
স্টিমাচ: হ্যাঁ (হাসি), আমি কথা বলেছি আমার ক্যাপ্টেনের সঙ্গে। এই মুহূর্তে ও একজন গর্বিত মানুষ। স্ত্রী সোনম আর বাচ্চার সঙ্গে রয়েছে। সবাই ভাল আছে। আমি ওদের শুভেচ্ছা জানাই। ছেলেরা ওর জন্য জিততে চায়। তবে ওর পরিবর্ত কেউ হয় না। ইরাক ম্যাচ ওর জন্য আমরা সত্যি কিছু করতে চাই।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ