Advertisement
Advertisement
Lionel Messi Benjamin Pavard Neymar

পাভারের ট্যাকলে পা ভাঙতে পারত মেসির, ক্ষুব্ধ নেইমার বললেন, ‘তুমি কি উন্মাদ?’

ম্যাচটি অবশ্য হারতে হয় পিএসজি-কে।

Neymar reacts to the challenge on Lionel Messi by Benjamin Pavard । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 16, 2023 12:42 pm
  • Updated:February 16, 2023 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল কেরিয়ার শেষ করে দেওয়ার মতো ট্যাকলের মুখোমুখি হয়েছিলেন লিও মেসি (Lionel Messi)। ভয়ংকর ট্যাকলটি করেছিলেন বেঞ্জামিন পাভার (Benjamin Pavard)। আর মেসির উপর সেই ফাউল দেখে নিজেকে স্থির রাখতে পারেননি নেইমার। রাগত ভাবে পাভারের দিকে আঙুল তুলে নেইমার তাঁকে ভর্ৎসনা করেন। লাল কার্ড দেখে পাভার বেরিয়ে যাওয়ার সময়ে নেইমার এগিয়ে যান বায়ার্নের ফুটবলারের দিকে। তাঁকে বলার চেষ্টা করেন, ”তুমি কি উন্মাদ?”

পাভার এর আগে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। ম্যাচের বয়স তখন ২৬ মিনিট। পরে আবার খেলার অতিরিক্ত সময়ে পাভার মারাত্মক ফাউল করে বসেন মেসিকে। সেই কারণে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখতে হয়। সেই ফাউল দেখার পরে আর স্থির থাকতে পারেননি নেইমার। শুধু নেইমার নন, টকস্পোর্টের ফুটবল বিশেষজ্ঞ ট্রেভর সিনক্লেয়ার পাভারের তীব্র সমালোচনা করেন। 

Advertisement

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারতে হল মেসি-নেইমারের পিএসজি-কে]

 

তিনি বলেন, ”পাভার যেরকম ট্যাকল করেছিল, তাতে মেসির বাঁ পা ভাঙতে পারত। এই ধরনের চ্যালেঞ্জ খেলার মাঠে দেখতে কেউই চায় না। আমি মেসির দিকে তাকিয়ে রয়েছি। ও যদি পরের ম্যাচে নামতে পারে, তাহলে আমি খুব অবাক হব।” উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল পিএসজি ও বায়ার্ন। শেষ হাসি হাসে জার্মানির ক্লাবটি। 

 

[আরও পড়ুন: রনজি ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সৌরাষ্ট্রর, একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement