BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

SC East Bengal: এক স্প্যানিশ আউট, আরেক স্প্যানিশ ইন! নয়া কোচের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

Published by: Sulaya Singha |    Posted: January 1, 2022 3:49 pm|    Updated: January 1, 2022 4:26 pm

SC East Bengal Appoint Mario Rivera as Head Coach | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ব্যর্থতার জেরে আইএসএলের মাঝপথেই বিদায় ঘটে মানোলো দিয়াজের। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) পরবর্তী কোচ হওয়ার ক্ষেত্রে উঠে এসেছিল মারিও রিভেরার নাম। সেই জল্পনাতেই এবার পড়ল সিলমোহর। শনিবার টিম ম্যানেজমেন্টের তরফে সরকারি ভাবে তাঁর নামই ঘোষিত হল। ২০২১-২২ আইএসএলের বাকি মরশুমে চিমাদের সামলানোর দায়িত্ব দেওয়া হল রিভেরাকেই।

চলতি আইএসএলে আট ম্যাচ পরও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। ফুটবলারদের মতো সমর্থকদের মধ্যেও বাড়ছিল হতাশা। লাগাতার ব্যর্থতার জেরেই এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কে ইতি টানেন স্প্যানিশ কোচ দিয়াজ। এমনকী টুর্নামেন্টের মাঝপথ থেকে বিদায় নেওয়ায় ফেব্রুয়ারির এক সপ্তাহ এবং গোটা মার্চ মাসের বেতনও ছেড়ে দেন তিনি। দিয়াজ বিদায় নিতেই তাঁর সহকারী রেনেডি সিংকে অন্তর্বর্তী কোচ করা হয়। তবে দিয়াজের ছেড়ে যাওয়া আসনে কে বসতে চলেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় সেদিন থেকেই। তখনই উঠে আসে এককালে লাল-হলুদ ব্রিগেড সামলানো রিভেরার নাম। আর এদিন এক স্প্যানিশ কোচের বদলি হিসেবে আরেক স্প্যানিশ কোচকেই বেছে নিল ক্লাব। 

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের ভরাডুবির কারণ কী? অবশেষে মুখ খুললেন শাস্ত্রী]

২০২০ সালের জানুয়ারিতে আলেজান্দ্রো বিদায় নিলে তাঁর সহকারী মারিও রিভেরাকেই দলের কোচ করেছিলেন লাল-হলুদ কর্তারা। সেবার তাঁর তত্ত্বাবধানেই আই লিগে (I League) দ্বিতীয় স্থানে শেষ করেছিল লাল-হলুদ বাহিনী। তবে পরবর্তীতে তৎকালীন ইনভেস্টরদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। বেতন না পাওয়ার ক্ষোভ উগরে দেন রিভেরার। ইস্টবেঙ্গলের ইনভেস্টর কোয়েসের (Quess) বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে ফিফার (FIFA) দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

তবে এবার ইনভেস্টর বদলেছে। তাই নতুন উদ্যোমে শুরু করতে তৈরি রিভেরাও। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পরই দলের সঙ্গে যোগ দেবেন রিভেরা। নয়া কোচ প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বলেন, “রিভেরাকে হেড কোচ হিসেবে পেয়ে আমরা খুশি। এর আগেও এই ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইএসএলের (ISL 2021-22) বাকি ম্যাচগুলিতে তাঁর তত্ত্বাবধানে দলের লাভবানই হবে।”

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বিশেষ প্রস্তুতি ভারতের, দেশেই বসছে শিবির]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে