Advertisement
Advertisement

Breaking News

সহজ জয় দিয়ে বাগানের ইনিংস শুরু খালিদ জামিলের

প্রথম পরীক্ষায় লেটার মার্কস পেলেন খালিদ।

I League: Mohun Bagan beats Minerva
Published by: Subhajit Mandal
  • Posted:January 9, 2019 4:00 pm
  • Updated:January 9, 2019 4:07 pm

মোহনবাগান ২ (ওমর, ডিকা)

মিনার্ভা পাঞ্জাব এফসি ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ বদলেই ভাগ্য বদল মোহনবাগানের। টানা দুই ম্যাচে হারের পর খালিদের কোচিংয়ে প্রথম ম্যাচে সহজ জয় পেল সবুজ মেরুন। মোহনবাগান জিতল ২-০ গোলে। সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল পেলেন ওমর। গোলে ফিরলেন ডিকাও। আই লিগ মরশুমের পঞ্চম গোলটি তুলে নিলেন তিনি। শুধু খেলার ফলাফল নয়, এদিনের ম্যাচে ফুটবলারদের সার্বিক পারফরম্যান্সও স্বস্তি দেবে মোহন সমর্থকদের।

Advertisement

[স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের দাপট কমাতে অভিনব পন্থা আমিরশাহির]

নতুন কোচ আসতেই যেন চেহারা বদলে গেল মোহনবাগান দলের। যে ফুটবলাররা আগের ম্যাচ পর্যন্ত ঠিকঠাক বল রিসিভ করতে পারছিলেন না, গুচ্ছগুচ্ছ মিস পাস হচ্ছিল, তারাই এদিন নজর কাড়লেন চমকপ্রদ ফুটবল উপহার দিয়ে। আর দৃষ্টিনন্দন ফুটবলই জয় এনে দিল মোহনবাগানকে। সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল করলেন ওমর। দীর্ঘদিন ধরে বিশ্রী ফর্মে থাকা ডিকাও এদিন গোল পেয়েছেন। ম্যাচের ৬৯ মিনিটে সোনির বাড়ানো ডিফেন্স চেরা পাস থেকে নিখুঁত ভঙ্গিমায় জালে বল জড়ান তিনি। সবুজ মেরুনের প্রথম গোলটি অবশ্য এসেছিল ওমরের পা থেকে। প্রথমার্ধের ৩০ মিনিটে পেনাল্টি স্পট থেকে দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন তিনি। এটিই বাগানের জার্সি গায়ে ওমরের প্রথম গোল।

দলের দায়িত্ব নিয়ে কোচ খালিদ বলেছিলেন, প্রথম ম্যাচে দলে বড় কোনও পরিবর্তন করার পরিপন্থী তিনি। কিন্তু বাস্তবক্ষেত্রে দেখা গেল দল একেবারে বদলে গিয়েছে। ঝকঝকে পাসিং, জমাট রক্ষণ আর শক্তিশালী আক্রমণের কম্বিনেশন সত্যিই নজর কেড়েছে সমর্থকদের। মিনার্ভা ম্যাচের আগে মোহনবাগান গোল খেয়েছিল ১৪টি। তাই রক্ষণভাবে পরিবর্তন আনতে চেয়েছিলেন কোচ। সেই মতো অরিজিৎ, কিমকিমা-কে ডিফেন্স থেকে সরিয়ে আনেন অভিষেক ও দলরাজকে। ফল মেলে হাতেনাতে। অবশেষে কাঙ্ক্ষিত ক্লিন শিট পেল সবুজ মেরুন। জয়ের ফলে, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। শীর্ষে থাকা চেন্নাইয়ের থেকে এখনও ৬ পয়েন্টে পিছিয়ে ডিকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ