অস্ট্রেলিয়া- (প্রথম ইনিংস) ৯৪.৫ ওভারে ২৬০ অলআউট (ম্যাথিউ রেনশ ৬৮, মিচেল স্টার্ক ৬১, উমেশ যাদব ৩২/৪ )
ভারত- (প্রথম ইনিংস) ৪০.১ ওভারে ১০৫ অলআউট (কে এল রাহুল ৬৪, স্টিভ ওকিফ ৩৫/৬)
অস্ট্রেলিয়া- (দ্বিতীয় ইনিংস) ১৬ ওভারে দু’উইকেটে ৪৬ (স্মিথ ২৭) (চা পানের বিরতি)
অস্ট্রেলিয়া এগিয়ে ২০১ রানে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণে টেস্টে দ্বিতীয় দিনেই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় দলের পুরো ব্যাটিং লাইন আপ। অসিদের ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। যেকারণে অস্ট্রেলিয়া লিড নেয় ১৫৫ রানে।
শিশুপাচার কাণ্ডে দুই বিদেশি সংস্থার যোগসাজশের তথ্য পেল সিআইডি
এদিন দিনের শুরুতেই মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন অশ্বিন। ৬১ রানে আউট হন স্টার্ক। ২৬০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু মুরলি বিজয়কে আউট করে ভারতকে প্রথম ধাক্কাটি দেন জোস হ্যাজেলউড। এরপরেই দুর্দান্ত একটি বলে চেতেশ্বর পূজারাকে আউট করেন মিচেল স্টার্ক। ওই ওভারেই ফিরে যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মাত্র দু’বল খেলে শূন্য রানে আউট হন তিনি। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট মিলিয়ে ১০৪টি আন্তর্জাতিক ম্যাচের পর শূন্য রানে ফিরলেন তিনি। ৪৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর অবস্থা সামলান ওপেনার কে এল রাহুল এবং অজিঙ্ক রাহানে। দু’জনে মিলে ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলতে থাকেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেটে ৭০।
টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের
মধ্যাহ্নভোজের বিরতির পরেই স্টিভ ও’কিফের ঘূর্ণিঝড়ে উড়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের ৯৪ রানের মাথায় আউট হন কে এল রাহুল। তিনিই ও’কিফের প্রথম শিকার। ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার। এরপরেই একের পর এক উইকেট পড়তে থাকে ভারতের। কোনও ব্যাটসম্যানই ও’কিফের স্পিনের জবাব দিতে পারেননি। ৩২.২ ওভারে ৯৫ রান থেকে ৪০.১ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। অর্থাৎ ১১ রানের মধ্যেই বাকি সাত উইকেট পড়ে যায়। ভারতের শেষ উইকেটগুলি তুলতে মাত্র ৩৮ মিনিট সময় নেয় অজি বোলাররা। এর মধ্যে ও’কিফ একাই ছ’উইকেট নেন। একটি উইকেট পান লিঁয়।
বালুচিস্তানকে স্বাধীন করবে ভারত, পাকিস্তানকে হুঁশিয়ারি বালোচ সংগ্রামীর
জবাবে ব্যাট করতে নেমে চা-বিরতিতে অস্ট্রেলিয়ার রান দু’উইকেটে ৪৬। এগিয়ে ২০১ রানে। ওয়ার্নার (১০) এবং শন মার্শ (০) দু’জনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন অশ্বিন। ক্রিজে স্টিভ স্মিথ (২৭) ও পিটার হ্যান্ডসকম্ব(৮)।