Advertisement
Advertisement

Breaking News

রিও ওলিম্পিকে তেরঙ্গার মর্যাদা রাখতে প্রস্তুত ওঁরা

বঙ্গবাসী এখন দিনরাত একটি বিষয় আন্দাজ করতে ব্যস্ত৷ চায়ের ঠেকে হোক বা ট্রামে-বাসে, বিষয় একটাই৷ বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? কোন দল ক'টা আসন পাবে? তবে ক্রীড়াপ্রেমীরা কি আন্দাজ করতে পারেন এবার ক'টা পদক ভারতের ঝুলিতে উঠতে পারে?

india in rio olympics, overall
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 6:18 pm
  • Updated:July 11, 2018 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকি আর মাস আড়াই৷ তারপরই রিওর বুকে উদযাপিত হবে ‘দ্য গ্রেটেস্ট শো আর্থ৷’ ফের জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেতে ডু অর ডাই লড়াইয়ে নামবেন ভারতীয়রা৷ তারই প্রস্তুতি চলছে জোরকদমে৷
গতবার লন্ডন ওলিম্পিক থেকে এসেছিল ৬টা পদক৷ শুটিং (ব়্যাপিড ফায়ার পিস্তল) ও কুস্তিতে (৬৬ কেজি ফ্রিস্টাইল) দেশকে রুপো এনে দিয়েছিলেন বিজয় কুমার ও সুশীল কুমার৷ প্রথম মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিলেন মণিপুরের মেরি কম৷ ব্যাডমিন্টনে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন সাইনা নেহওয়াল৷ ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷ শুটিংয়ে (১০ মিটার এয়ার রাইফেল) গগন নারাং ও কুস্তিতে (৬০ কেজি ফ্রিস্টাইল) যোগেশ্বর দত্তও ব্রোঞ্জ ঘরে তুলেছিলেন৷ তবে চরম ব্যর্থ হয়েছিল হকি দল৷ সেসব এখন অতীত৷ এবার নয়া উদ্যমে রিও পাড়ি দেবেন খেলোয়াড়রা৷ হাফডজনকে (পদক) অন্তত এক একডজনে যে পাল্টে ফেলতেই হবে!
বঙ্গবাসী এখন দিনরাত একটি বিষয় আন্দাজ করতে ব্যস্ত৷ চায়ের ঠেকে হোক বা ট্রামে-বাসে, বিষয় একটাই৷ বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? কোন দল ক’টা আসন পাবে? তবে ক্রীড়াপ্রেমীরা কি আন্দাজ করতে পারেন এবার ক’টা পদক ভারতের ঝুলিতে উঠতে পারে? ওলিম্পিকে কোন বিভাগে বিশ্বজয় করবেন কোন ভারতীয়? চলুন, এবিষয়ে আলোকপাত করা যাক৷

Rio_Olympics_2821239f
আসন্ন ওলিম্পিকের জন্য টিকিট পাকা করে ফেলেছেন মোট ৯১ জন খেলোয়াড়৷ যার মধ্যে রয়েছেন ৫০ জন পুরুষ ও বাকি মহিলা৷ অংশ নেবেন মোট ৪৬ টি ইভেন্টে৷ তিরন্দাজি বিভাগে মহিলাদের মধ্যে সুযোগ পেয়েছেন দীপিকা কুমারী৷ সোনা না হলেও তাঁর পদক জয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে৷

Advertisement

গতবার ব্রোঞ্জ জিতেছিলেন৷ এবার সোনা জয়ের লক্ষ্য নিয়েই রিও পাড়ি দেবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা৷ তবে ব্যাডমিন্টনে পুরুষ বিভাগে কিদাম্বি শ্রীকান্ত দুরন্ত ফর্মে না থাকায় পদক জয়ে অনিশ্চয়তা রয়েছে৷ বক্সিংয়ে এবার ভারতের প্রতিনিধি শিবা থাপা৷ তবে চলতি মাসে বক্সিং চ্যাম্পিয়নশিপের পর ঠিক হবে মেরি কম রিও যাবেন কি না৷ হকিতে এবার পদক জয় করতে মরিয়া সর্দার সিং ও রীতু রানি৷ ওল্টসম্যানের দল ভাল ফর্মে থাকায় তাদের পদক জয়ের আশা উজ্জ্বল৷ এদিকে, প্রথমবার জিমন্যাস্টিকে বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন বাংলার মেয়ে দীপা কর্মকার৷ জুডো ও রোয়িংয়েও শুধুমাত্র একজন করে ভারতীয়ই (পুরুষ) যাবেন রিওয়৷ শুটিংয়ে অংশ নেবেন ১২জন৷ এর মধ্যে অভিনব বিন্দ্রা, গগন নারাং, জিতু রাই ও হিনা সিন্ধুর পদক জয়ের সম্ভাবনা প্রবল৷ টেবল টেনিসে মৌমা দাসের হাতে পদক উঠতে দেখতে চান বাংলা তথা ভারতবাসী৷ ভারোত্তোলনে ভারতীয়রা কী পারফরম্যান্স দেখাবেন, এখনও স্পষ্ট নয়৷ তবে কুস্তিতে অন্তত দু’টি পদক ঝুলিতে ভরতে আশাবাদী ভারত৷ এর পাশাপাশি অ্যাথলিটরাও পদক জিতলে একডজন পদক ঘরে তোলা ভারতের পক্ষে খুব একটা কঠিন হবে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ