১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ঘরে ফিরে এসো লিও’, স্ত্রী আন্তোনেলার পোস্ট, মেসির  বার্সেলোনা ফেরা কি পাকা? 

Published by: Krishanu Mazumder |    Posted: June 7, 2023 2:19 pm|    Updated: June 7, 2023 2:19 pm

Lionel Messi's wife Antonella Roccuzzo posts cryptic message । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) কি বার্সেলোনায় ফিরবেন? আর্জেন্টাইন মহাতারকার বাবা হর্হে মেসি বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক সেরেছেন।

এর মধ্যেই লিও মেসির কাছে আবদার করে বসলেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বার্সেলোনার জার্সিতে মেসির একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন আন্তোনেলা। সেই ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে লেখা, ঘরে ফিরে এসো লিও! 

[আরও পড়ুন: বিপুল অর্থের বিনিময়ে সৌদি লিগে বেঞ্জেমা, ২ বছরের জন্য সই আল ইত্তিহাদে]

 

সেই ছোটবেলা থেকে বার্সেলোনায় মেসি। এই বার্সাই তাঁর যৌবনের তপোবন, বার্ধক্যের বারাণসী। বার্সেলোনা ছাড়ার আগে মেসির সেই কান্না এখনও চর্চিত হয়।

প্যারিস সাঁ জাঁ-র হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও মেসি। শেষ ম্যাচের দিনেও মেসিকে বিদ্রুপ হজম করতে হয়েছে। তার পর থেকেই মেসির নতুন ঠিকানা নিয়ে আলোচনা চলছে। হর্হে মেসি জানিয়েছেন, লিও নিজে বার্সেলোনায় ফিরতে চায়। আমি নিজেও মেসিকে বার্সাতেই দেখতে চাই। বার্সা একটা অপশন ঠিকই। মেসি হয়তো ফিরতে পারে।” 

 

আর্জেন্টিনা এবার চিন সফরে যাবে। ১৫ জুন বেজিংয়ে আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া। মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে যাবেন চিনে। তার পরে হয়তো আর্জেন্টাইন তারকা ফিরতে পারেন বার্সায়। বার্সা ভক্তরা এখন থেকেই দিন গুনতে শুরু করে দিয়েছেন। 

[আরও পড়ুন: হনুমান দেখবেন ‘আদিপুরুষ’! প্রতি শোয়ে একটি টিকিট সংরক্ষিত ‘বজরংবলী’র জন্য]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে