সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদকের নিরিখে সর্বকালের সব রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। এবার ভারত দৌড় শুরু করেছে ১০০ পদকজয়ের লক্ষ্যে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই সোনা ফলানো শুরু করলেন ভারতের অ্যাথলিটরা। দিনের প্রথম সোনাটি এসেছিল তিরন্দাজি থেকে। দিনের দ্বিতীয় সোনাটি এল স্কোয়াশ থেকে। মিক্সড ডবলসের টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের দীপিকা পাল্লিকল (Dipika Pallikal) এবং হরিন্দার পাল সিং (Harindar Pal Singh)।
!
Our dynamic mixed doubles team of @DipikaPallikal and @sandhu_harinder clinches GOLD, defeating Malaysia by a score of 2-0 in the final at #AsianGames2022!
Join us in celebrating this golden achievement and sending… pic.twitter.com/d1GiaRVh4q
— SAI Media (@Media_SAI) October 5, 2023
টানটান ফাইনালে ভারতের তারকা জুটি মালয়েশিয়ার আইফা বিনতি আজম এবং মহম্মদ সাদিক বিন কামালকে হারিয়ে দিল। প্রথম সেটে ভারতীয় জুটি ৮-৭ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয় সেটে দীপিকা এবং হরিন্দার জেতেন ১১-১০ পয়েন্টে। ফলে সেরার শিরোপা উঠলে ভারতীয় জুটির মাথায়। স্ত্রী দীপিকা সোনা জেতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রিকেটার দীনেশ কার্তিক। সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে দীপিকা এবং হরিন্দারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, স্কোয়াশে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে সোনা জিতেছিল ভারতের পুরুষ দল। পাকিস্তানকে ২-১ ম্যাচের ব্যবধানে হারিয়ে সোনা জেতে ভারত। বৃহস্পতিবার সকাল থেকেও এটি দ্বিতীয় সোনা। এর আগে সোনা জিতেছে ভারতের মহিলা তিরন্দাজি দল। এছাড়াও এদিন কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অন্তিম পাংঘাল।
সব মিলিয়ে চলতি এশিয়াডে (Asian Games) এখনও পর্যন্ত ২০টি সোনা জিতল ভারত। আগেরবার সংখ্যাটা ছিল ১৬। আগেরবার সব মিলিয়ে ৬৯টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ইতিমধ্যেই ৮৩টি পদক ভারতের ঝুলিতে এসে গিয়েছে। এবারে এশিয়াডে ভারতের টার্গেট ১০০টি পদক। টিম ইন্ডিয়া দ্রুত সেই লক্ষ্যে এগোচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.