Advertisement
Advertisement

Breaking News

Hangzhou Asian Para Games 2023

Hangzhou Asian Para Games 2023: ইতিহাস গড়ে পদক জয়ে সেঞ্চুরি করল ভারত, প্যারা অ্যাথলিটদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদি

প্যারা এশিয়ান গেমসে ভারতের জয়জয়কার।

Hangzhou Asian Para Games 2023: India go past record 100-medal mark in Hangzhou, PM Modi says nothing is impossible। Sangbad Pratidin

প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 28, 2023 2:20 pm
  • Updated:October 28, 2023 3:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাংঝৌ এশিয়ান গেমস (Hangzhou Asian Games 2023) থেকে এবার ১০৭টি পদক জিতেছিল ভারত (India)। এবার এশিয়ান প্যারা গেমসেও (Hangzhou Asian Para Games 2023) ইতিহাস গড়ল ভারতের অ্যাথলিটরা। ২২ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবারের এশিয়ান প্যারা গেমস। প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ১১১। এর মধ্যে রয়েছে ২৯টি সোনা। ৩১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক পদক জয়। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়া প্যারা এশিয়ান গেমসে ৭২টি পদক জিতেছিল ভারত। সেটিই ছিল প্যারা এশিয়ান গেমসে ভারতের সেরা পারফরম্যান্স। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল ভারত। আর তাই অ্যাথলিটদের এই সাফল্যের জন্য তাঁদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্যারা এশিয়ান গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা প্রত্যেককেই গভীর কৃতজ্ঞতা জানাই।’ এখানেই না থেমে তিনি ফের লেখেন, ‘এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তারা এমন ভাবে নিজেদের সেরাটা দেয়, যে এটা বোঝা গিয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে গোটা দেশ খুশি।’

Advertisement

[আরও পড়ুন: ‘পরিসংখ্যান পক্ত করতে আমাদের সঙ্গে খেলো’, ৪ ম্যাচ হারতেই বাবরদের খোঁচা আইসল্যান্ডের]

 

Advertisement

শেষ পর্যন্ত প্যারা এশিয়ান গেমসে ভারতের সংগ্রহের তালিকায় রয়েছে ২৯টি সোনা, ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ। ফলে এবার ভারত পাঁচ নম্বরে শেষ করল। মোট ৫২১টি পদক নিয়ে শীর্ষে থেকে শেষ করল চিন। ২১৪টি সোনা, ১৬৭টি রুপো ও ১৪০টি ব্রোঞ্জ জিতেছে চিন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইরান (৪৪টি সোনা, ৪৬টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ, মোট – ১৩১টি পদক), জাপান (৪২টি সোনা, ৪৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ, মোট – ১৫০টি পদক) ও কোরিয়া (৩০টি সোনা, ৩৩টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ, মোট – ১০৩টি পদক)।

[আরও পড়ুন: দুঃস্বপ্নের একানা স্টেডিয়ামে ফিরে আসার লড়াইয়ে নামছেন লোকেশ রাহুল, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ