Advertisement
Advertisement

Breaking News

Leander Paes

টেনিস দুনিয়ায় অনন্য সম্মান, ‘হল অফ ফেমে’ জায়গা করে নিলেন লিয়েন্ডার-বিজয় অমৃতরাজ

লিয়েন্ডারের মুকুটে যোগ হল নতুন পালক।

Leander Paes and Vijay Amritraj become first Asian men to be elected to Tennis Hall of Fame । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 13, 2023 7:41 pm
  • Updated:December 13, 2023 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্য নজির গড়লেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। প্রথম এশিয়ান পুরুষ হিসেবে জায়গা করে নিলেন আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’। জায়গা পেয়েছেন বিজয় অমৃতরাজও। এই দুজন ছাড়াও সাংবাদিক এবং লেখক রিচার্ড ইভান্সও এই সম্মানে ভূষিত হয়েছেন।
১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক লি খেলোয়াড়ের বিভাগের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে বিজয় অমৃতরাজ ও ইভান্স কন্ট্রিবিউটার বিভাগে জায়গা করে নিয়েছেন ‘হল অফ ফেমে’। 

[আর পড়ুন: বিশ্বকাপ ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরে প্রথমবার মুখ খুললেন রোহিত, কী বললেন তিনি?]

২০২৪ সালের ‘হল অফ ফেমে’ জায়গা পেতে চলেছেন ছজন টেনিস খেলোয়াড়। তালিকায় রয়েছেন কারা ব্ল্যাক, কার্লোস মোয়া, আনা ইভানোভিচ, ড্যানিয়েল নেস্টর, ফ্লাভিয়া পেনেত্তা এবং লিয়েন্ডার পেজ।
লি বলেছেন, ”তিন দশক ধরে আমি দেশের হয়ে টেনিস খেলছি। এটাই সব থেকে বড় সম্মান। অনেক কিছু শিখেছি। সব টেনিস খেলোয়াড় এই সম্মান পাওয়ার আকাঙ্খা করে। আন্তর্জাতিক হল অফ ফেমে আমি কেবল জায়গা পেয়েছি তা নয়, এই সম্মান কোটি কোটি ভারতীয়র।”
১৯৯৬ সালের আটালান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন লিয়েন্ডার। সেবার ওই একটি মাত্র পদক নিয়েই দেশে ফিরেছিল ভারত। সেই লিয়েন্ডার পেজ প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিলেন।

Advertisement

[আর পড়ুন: OMG! নিরামিষাশী কোহলি খাচ্ছেন চিকেন টিক্কা! ছবি দেখে তাজ্জব নেটিজেনরা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ