BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪২৭  বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

‘বিকিনি পরে নিজের ভাবমূর্তি নষ্ট করো না’, নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে টেনিসতারকা

Published by: Sulaya Singha |    Posted: July 28, 2020 12:11 pm|    Updated: July 28, 2020 12:11 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। অনুরাগীদের প্রশংসাতেই ভরে থাকে তাঁর ভারচুয়াল ওয়াল। কিন্তু সম্প্রতি একটি ঘটনায় তীব্র কটাক্ষের শিকার হতে হল তাঁকে। কথা হচ্ছে বিশ্বের ধনীতম মহিলা টেনিস তারকা নাওমি ওসাকার। যাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

osaka

আসলে সম্প্রতি তিনি স্যুইম স্যুট পরে কয়েকটি ছবি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যা একেবারই ভালভাবে নেয়নি তাঁর ভক্তদের একাংশ। অনেকেই দাবি করে, নিজের নিরীহ ভাবমূর্তি এভাবে নষ্ট করা উচিত নয়। অনেকের আবার টেনিসতারকাকে পরামর্শ, যে আপনি নন, সেটা হওয়ার চেষ্টা করবেন না। এককথায় পছন্দের তারকাকে এভাবে দেখতে রাজি নয় তারা। আর সেই কারণেই ক্ষোভ উগড়ে দেয় নেটিজেনরা। তবে পালটা দিতে ছাড়েননি নাওমিও। তিনি যে অন্য কেউ হওয়ার ‘ভান’ করছেন না স্পষ্ট শব্দে তা বুঝিয়ে দিয়েছেন। টুইটারে নিন্দুকদের উদ্দেশে তিনি লেখেন, “আপনারা আমার চেনেন না। আমার বয়স ২২। সুইমিং পুলে আমি স্যুইম স্যুট পরেই নামি। আপনাকে কেন মনে হয় আমার পোশাক নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন?”

[আরও পড়ুন: এবার বিদ্যুতের অতিরিক্ত বিলে নাজেহাল হরভজন সিং, ক্ষোভ উগরে দিলেন টুইটারে]

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জাপানি তারকার এই কড়া বার্তার পর অবশ্য সেভাবে আর কেউ আক্রমণ করার ‘সাহস’ দেখাননি। জোড়া গ্র্যান্ড স্লামের মালকিন ওসাকার মতে, তিনি বিকিনি পরে কোনও অরপাধ করেননি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও ‘পাপ’ নয়। তবে তাঁকে নিয়ে কেন এত সমালোচনা? তাঁর কী পোশাক পরা উচিত, সে পরামর্শ তিনি নেটিজেনদের থেকে নিতে আগ্রহী নন।

[আরও পড়ুন: করোনা রুখতে হাতিয়ার ‘ভারচুয়াল বাবল’, ক্রিকেটারদের জন্য কড়া বিধিনিষেধ আইপিএল কর্তৃপক্ষের]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement