Advertisement
Advertisement

Breaking News

Wimbledon 2021 Final

ফাইনালে রাশিয়ার ক্যারোলিনাকে হারিয়ে প্রথমবার Wimbledon চ্যাম্পিয়ন অ্যাশলে বার্তি

২০১২ সালের পর এই প্রথম মহিলাদের ফাইনাল গড়াল তিন সেটে।

Wimbledon 2021 Final: Ashleigh Barty beats Karolina Pliskova | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:July 10, 2021 8:56 pm
  • Updated:July 10, 2021 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Covid-19) আবহেই আয়োজিত হয়েছে এবারের উইম্বলডন (Wimbledon 2021)। আর শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রত্যাশামতোই জিতলেন বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার (Australia) অ্যাশলে বার্তি। কড়া টক্করের ম্যাচে হারালেন রাশিয়ার (Russia) ক্যারোলিনা প্লিসকোভাকে। বার্তির পক্ষে খেলার ফল ৬-৩, ৬-৭, ৬-৩। ২০১২ সালের পর এই প্রথম মহিলাদের ফাইনাল গড়াল তিন সেটে।

এদিন শুরু থেকেই চেনা ফর্মেই খেলা শুরু করেন বার্তি। প্রথম সেটটি জিতে নেন ৬-৩ সেটে। সবাই যখন ধরে নিয়েছে সহজে দ্বিতীয় সেটেও জিতে যাবেন বার্তি। তখনই ঘুরে দাঁড়ালেন ক্যারোলিনা। দ্বিতীয় সেটটি ৬-৭ ফলে জিতে নেন রাশিয়ান টেনিস খেলোয়াড়। কিন্তু তৃতীয় সেটেই বার্তি প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। ৬-৩ সেটে ওই সেট এবং ম্যাচটি জিতে নেন বার্তি। এটি তাঁর প্রথম উইম্বলডন এবং দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেতাব।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাস গড়ে উইম্বলডনের ফাইনালে ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত সমীর]

এদিকে, রবিবার ফাইনালে ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচের মুখোমুখি ইটালির মাতেও বেরেত্তিনি। শুক্রবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনিস শাপোভালোভকে হারিয়ে বিশ্বের একনম্বর টেনিস তারকা পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। অবিশ্বাস্য ফর্মে থাকা জকোভিচ শেষ চারের যুদ্ধে ৭—৬(৭—৩), ৭—৫, ৭—৫—এ শাপোভালোভকে পরাস্ত করেন। সরাসরি সেটে জকোভিচ জিতলেও তাঁকে অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শাপোভালোভ। যদিও শেষ রক্ষা করতে পারেননি। অন্যদিকে, ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ বেরেত্তিনি শেষ চারের লড়াইয়ে হারিয়েছিলেন হুবের্ট হুরকাজকে। কোয়ার্টার ফাইনালে কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরারকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন হুরকাজ। কিন্তু এদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন না। বেরেত্তিনি ৬—৩, ৬—০, ৬—৭(৩—৭), ৬—৪—এ হুরকাজকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠলেন।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশেও মেসি-নেইমার লড়াই ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, সংঘাত এড়াতে মাইকিং পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ