সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট মাস পরেই চিনের (China) হাংঝৌ (Hangzhou) শহরে বসছে এশিয়ান গেমসের (Asian Games) আসর। ১২ বছর পর যে প্রতিযোগিতায় ফিরছে দাবা। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওই টুর্নামেন্টে দেশের মহিলা ও পুরুষ দল পদক আনবে বলেই মনে করেছে ভারতের দাবা ফেডারেশন (All India Chess Federation)। দেশের দাবা খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনওরকম ফাঁক না রাখতে এবার ভারতীয় দলের ‘মেন্টর’ হচ্ছেন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।
এদিন এক বিবৃতিতে দাবা ফেডারেশন জানিয়েছে, “এশিয়ান গেমসে চারটি স্বর্ণপদকের লক্ষ্যে বিশ্বজয়ী কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দাবা দলের হয়ে। খেলোয়াড়রা আগামী বৃহস্পতিবার থেকেই ওঁর সাহায্য পাবেন।”
চিনের হাংঝৌ শহরেই ২০১০ সালেও বসেছিল এশিয়ান গেমসের আসর। সেবার আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় দল। মাত্র দু’টি ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার তাই আগেভাগেই শুরু হচ্ছে প্রস্তুতি। ইতিমধ্যে প্রাথমিক পর্বে পুরুষ ও মহিলা দলের ১০ জন খেলোয়াড়কে বাছাই করা হচ্ছে।
এআইসিএফ (AICF) সূত্রে জানা গিয়েছে, এশিয়ান গেমসের প্রাথমিক দল বাছাই হয়েছে বর্তমান আন্তর্জাতিক ব়্যাংকিংয়ের উপর ভিত্তি করে। পুরুষ দলে আছেন বিদিত গুজরাতি, পি হরিকৃষ্ণ, নিহাল সারিন, এসএল নারায়নণ, কে শশীকিরণ, বি অধিবান, কার্তিকেয় মুরলী, অর্জুন ইরিগাইসি, অভিজিৎ গুপ্তা ও সূর্য শেখর গঙ্গোপাধ্যায়। মহিলা দলে রয়েছেন কে হাম্পি, ডি হারিকা, বৈশালী আর, তানিয়া সচদেব, ভক্তি কুলকার্নি, বন্তিকা অগরওয়াল, মেরি অ্যান গোমস, সৌম্যা স্বামীনাথন ও এশা কারাভেদে।
এআইসিএফ সূত্রে খবর, জাতীয় দলের তিন নির্বাচক অভিজিৎ কুন্তে, দিব্যেন্দু বড়ুয়া, দীনেশ শর্মা পাঁচ জনের দল নির্বাচন করবেন আগামী এপ্রিল মাসে। এদিকে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে গেমস শুরু হলেও দাবার আসর বসবে ১১ তারিখ থেকে। দু’টি আলাদা ফরম্যাটে খেলা হবে প্রতিয়োগিতায়। সিঙ্গলস খেলাগুলি হবে ১১-১৪ সেপ্টেম্বরে, দলগত খেলা হবে ১৬-২৪ সেপ্টেম্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.