৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

OppositionLeader

‘যত বেশি সম্ভব সাহায্য করুন’, সংকট সামলাতে মোদিকে বার্তা শ্রীলঙ্কার বিরোধী দলনেতার

Sri Lanka Opposition Leader Seeks Indian PM's Help | Sangbad Pratidin

  Posted: April 4, 2022 3:50 pmUpdated: April 4, 2022 6:59 pm

চিনের থেকে ঋণ নিয়ে বিপাকে শ্রীলঙ্কা।

  • মান্নান-ই বিরোধী দলনেতা, ক্ষুব্ধ মানস

      Posted: May 31, 2016 9:39 amUpdated: May 31, 2016 9:39 am

    এদিকে, যতই জোট-জোট করা হোক, বাস্তবে বামফ্রন্ট ও কংগ্রেসের একটি অংশ একে অপরের সঙ্গে আর সম্পর্ক মধুর রাখতে রাজি নন৷ যেমন, দলের অনেকেই সিপিএমের সঙ্গে শপথ নিলেও মানসবাবু শনিবার আলাদাভাবে শপথ নেন৷ বামেদের সঙ্গে জোট-বেঁধে শপথ নেওয়ারও তিনি বিরোধিতা করেন৷ মান্নানের অনুরোধও শোনেননি৷ জানা গিয়েছে, মানসবাবুকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে৷ মানস অবশ্য কোনও পদ নিতে রাজি নন৷ সোমবার ব্যক্তিগত কাজ থাকায় মানসবাবু বিধানসভায় আসেননি৷ তবে এদিন পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়ে মানসবাবুকে ফোন করে সহযোগিতা চান আবদুল মান্নান৷ মানস মুখে তাঁকে অভিনন্দন জানালেও ঘনিষ্ঠমহলে ক্ষোভ উগরে দিয়েছেন৷

  • বিরোধী নেতা নির্বাচন নিয়ে জলঘোলা কংগ্রেসে!

      Posted: May 27, 2016 9:50 amUpdated: May 27, 2016 9:50 am

    কংগ্রেস সূত্রে খবর, মানস-মান্নানের মধ্য থেকেই একজনকে বিরোধী দলনেতা করা হবে৷ তবে কংগ্রেসের শিবিরের একটি অংশের বক্তব্য, মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নিজের জেলা৷ সেখান থেকে কোনও বিধায়ককে বিরোধী দলনেতা করা হোক, এমনটাই চাইছে কংগ্রেসের একটি অংশের নেতারা৷ গত মঙ্গলবার দলের নবনির্বাচিত ৪৪ জন বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি ও সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ বামেদের থেকে বিধায়ক সংখ্যা বেশি থাকায় প্রধান বিরোধী দলের তকমা পেতে চলেছে কংগ্রেস৷ কাকে বিরোধী দলনেতা করা হবে, তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে সবিস্তার আলোচনা করেও ঐকমত্যে পৌঁছতে পারেননি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ অধীর চৌধুরি বলেন, "বিরোধী দলনেতা কে হবেন, তার সিদ্ধান্ত নেবে এআইসিসি৷ আমরা ৪৪ জন বিধায়কের বায়োডাটা দিল্লিতে পাঠিয়েছি৷"

Advertisement

Advertisement

Advertisement