Advertisement
Advertisement

Breaking News

জোড়া যোনির দুই ছাত্রীকে নিয়ে বিস্ময়

এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তথা বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, নারীদেহে দু’টি ‘মূল্যেরিয়ান ডাক্ট’ একসঙ্গে মিশে একটি জরায়ু তৈরি করে৷ কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, এই দু’টি টিউব না মিশে আলাদা জরায়ু ও জরায়ুমুখ তৈরি করে৷ স্বাভাবিক কারণেই তৈরি হয় দু’টি যোনি৷

2  students with double vagina left doctors in awe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 10:01 am
  • Updated:December 20, 2017 2:16 pm

গৌতম ব্রহ্ম: কিডনি একটি৷ কিন্তু জরায়ু ও যোনি দু’টি করে৷ বিশ্বাস না হলে আবার পড়ুন৷

হ্যাঁ, যা থাকার কথা দু’টো, সেটি রয়েছে একটি৷ আর যা একটা থাকার কথা, রয়েছে দু’টি করে৷

Advertisement

একটি নয়, এমন দু’টি মেয়ের হদিশ পেল পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ তাও আবার ২১ দিনের ব্যবধানে৷

Advertisement

প্রথমজন অষ্টাদশী৷ দ্বিতীয়জন ষোড়শী৷ দু’জনের বাড়িই দক্ষিণ ২৪ পরগনায়৷ প্রথমজনের মগরাহাটে৷ দ্বিতীয়জনের বারুইপুর-মল্লিকপুরে৷

দু’জনেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে এসেছিলেন অনিয়মিত ‘পিরিয়ড’ ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে৷ কিন্তু ইউএসজি, সিটি স্ক্যান ও এমআরআই করার পর চিকিৎসকরা বুঝতে পারেন আর পাঁচটা মেয়ের থেকে এদের শারীরিক গঠন আলাদা৷ ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. আরতি বিশ্বাস জানালেন, “মাস দু’য়েক আগে সাহানা খাতুন (নাম বদলানো হয়েছে) নামে আঠারো বছরের এক অবিবাহিত তরুণী আউটডোরে আসেন৷ পেটে খুব ব্যথা হচ্ছিল৷ প্রথমে ইউএসজি করাই৷ দেখা যায়, মেয়েটির কিডনি একটি৷ অবস্থান এবং আকৃতিও বড় অদ্ভূত৷ মেরুদণ্ডের সামনে৷ পরে এমআরআই করিয়ে জানতে পারি, মেয়েটির জরায়ু, জরায়ুমুখ ও যোনিও দু’টি করে৷ বয়সের ধর্ম মেনে ডানদিকের জরায়ুমুখ থেকে ঋতুস্রাব শুরু হয়েছে৷ কিন্তু যোনিপথের মুখ বন্ধ থাকায় সেই ঋতুস্রাব জরায়ুমুখে জমা হয়ে টিউমারের আকৃতি ধারণ করছিল৷ পেটে শুরু হয়েছিল যন্ত্রণা৷”

তিন সপ্তাহ পর একইরকম অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে রিঙ্কি খাতুন ষোলো বছরের এক কিশোরী আসে ন্যাশনালে৷ দ্বিতীয় ক্ষেত্রেও জরায়ু ও যোনির সংখ্যা ছিল দুই৷ দু’জনকেই অস্ত্রোপচার করে স্বাভাবিক করার চেষ্টা করেছেন ন্যাশনালের চিকিৎসকরা৷ বাদ দিয়েছেন অতিরিক্ত জরায়ু ও যোনি৷ সাহানার বাদ যাওয়া জরায়ুতে একটি ‘মাস’ তৈরি হয়েছিল৷ বয়স কম থাকায় রিঙ্কির ক্ষেত্রে জটিলতা তেমন বড় আকার ধারণ করতে পারেনি৷ ন্যাশনালের এমএসভিপি ডা. পীতবরণ চক্রবর্তী জানিয়েছেন, “সাতদিন আগে সাহানা ফের ন্যাশনালে এসেছিলেন৷ রুটিন চেক-আপ-এর পর চিকিৎসকরা জানিয়েছেন, সাহানা পুরোপুরি সুস্থ৷ বিবাহিত জীবনযাপন কিংবা মা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই৷ রিঙ্কিও আশা করি ভাল থাকবে৷

কেন এমন হয়?

এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তথা বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, নারীদেহে দু’টি ‘মূল্যেরিয়ান ডাক্ট’ একসঙ্গে মিশে একটি জরায়ু তৈরি করে৷ কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, এই দু’টি টিউব না মিশে আলাদা জরায়ু ও জরায়ুমুখ তৈরি করে৷ স্বাভাবিক কারণেই তৈরি হয় দু’টি যোনি৷ কখনও যোনি দুটি বাইরে থেকে বোঝা যায়৷ কখনও বোঝা যায় না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ