Advertisement
Advertisement

Breaking News

ইসলাম একটা পিঁপড়ে মারাও সমর্থন করে না: বরকতি

বাংলাদেশে হত্যালীলার নিন্দায় সরব হলেন কলকাতা টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা নুর বরকতি৷

Imam says terrorists are 'kafirs', wants Zakir channel banned
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 12:12 pm
  • Updated:September 8, 2023 6:23 pm

স্টাফ রিপোর্টার: মানুষ তো দূরের কথা, ইসলাম একটা পিঁপড়েকে মারাও সমর্থন করে না৷ বাংলাদেশে হত্যালীলার নিন্দায় এভাবে সরব হলেন কলকাতা টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা নুর বরকতি৷ বাংলাদেশকে বন্ধু সম্বোধন করে তিনি সন্ত্রাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন৷ সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে এই পরিস্থিতি প্রতিহত করার আহ্বান জানান ইমাম৷

নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে বরকতি বলেন, “ইসলাম, কোরান এবং নবি কোনওভাবেই সন্ত্রাসকে সমর্থন করে না৷ সন্ত্রাসবাদীরা জিহাদের কথা বলছেন৷ জিহাদের জন্য নিরীহ মানুষকে মারতে হবে, এমন কোথায় বলা হয়েছে? জিহাদ করতে হলে গরিবকে খাওয়ান৷ তাঁদের কাপড় দিন৷” সাংবাদিক সম্মেলনে ছিলেন ‘অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম’-এর চেয়ারম্যান সাংসদ ইদ্রিশ আলি৷ বাংলাদেশে মৌলবাদি সন্ত্রাস ও হিন্দু পুরোহিতদের খুন করার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি৷ এ রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেছেন, তা প্রতিবেশী দেশগুলির কাছে শিক্ষণীয় হতে পারে বলে মনে করেন ইদ্রিশ৷

Advertisement

ভারতের সর্বধর্ম ঐক্যকে ভাঙার চেষ্টা হচ্ছে বলে মনে করেন বরকতি৷ তাঁর কথায়, “বাংলাদেশ আমাদের বন্ধু৷ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে সন্ত্রাসের বিরুদ্ধে পরিস্থিতির মোকাবিলা করছেন৷ ওঁকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান সবাই৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন শাহি ইমাম৷ তিনি বলেন, “সম্প্রতি আরব দুনিয়ায় ঘুরেছেন মোদিজি৷ সেই দেশের মানুষ ভারতের বর্তমান প্রশাসনের উপর প্রবল আস্থা জানিয়েছেন৷ ইসলামের নাম করে যারা হামলা করছে, তারা মক্কা-মদিনাতেও হামলা চালাচ্ছে৷ যা পরিস্থিতি তাতে ভারতকে সাবধান হতে হবে৷ সীমান্তে নজরদারি আরও বাড়াতে হবে৷” বাংলাদেশে সন্ত্রাসীরা পণবন্দিদের কলমা পড়তে বলেছিল৷ সেই প্রসঙ্গে বরকতি বলেন, “আমাদের ধর্মে কোথাও বলা নেই কলমা পড়তেই হবে৷ আসলে এরা কোনও ধর্মের নয়, মানবজাতির শত্রু৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement