Advertisement
Advertisement

Breaking News

মার্কিন গবেষিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত বলিউডি পরিচালক

শনিবার সেই অভিযোগের প্রেক্ষিতে ফারুকিকেই দোষি সাব্যস্ত করল দিল্লি কোর্ট৷

‘Peepli Live’ Co-Director Mahmood Farooqui Convicted for raping US researcher
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 7:41 pm
  • Updated:July 30, 2016 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক আমেরিকান গবেষককে ধর্ষণের অভিযোগ উঠেছিল ‘পিপলি লাইভ’ ছবির সহ-পরিচালক ও প্রোডিউসার মাহমুদ ফারুকির বিরুদ্ধে৷  শনিবার সেই অভিযোগের  প্রেক্ষিতে ফারুকিকেই দোষি সাব্যস্ত করল দিল্লি কোর্ট৷

গতবছর সেপ্টেম্বর মাসে এ খবর সামনে আসে৷ মার্কিন ওই গবেষিকা ফারুকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন৷ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষিকা বিশেষ প্রয়োজনে ফারুকির দ্বারস্থ হয়েছিলেন৷ অভিযোগ, দিল্লির শুকদেব বিহারে নিজের বাড়িতে  গবেষণায় সহায়তার করার জন্য ডেকে পাঠিয়ে পরিচালক তাঁকে ধর্ষণ করেন৷ অভিযোগ অনুসারে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷ ছয় দিন জেল হেফাজতেও রাখা হয়েছিল অভিযুক্ত পরিচালককে৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ সেই মামলার প্রেক্ষিতেই এবার পরিচালককে দোষী সাব্যস্ত করল আদালত৷ ২ আগস্ট তাঁর সাজা ঘোষণা করবে আদালত৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ