Advertisement
Advertisement
SBI

SBI: রেপো রেট বাড়তেই ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI, এবার কি EMI-এর পালা?

এই নতুন সুদের হার কার্যকর হচ্ছে ১৩ আগস্ট থেকেই।

SBI hikes interest rates on fixed deposits again | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2022 8:03 pm
  • Updated:August 13, 2022 8:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তির খবর। ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক (State Bank of India)। ২ কোটি টাকার নিচের স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রায় ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল সুদের হার। এর ফলে বহু মধ্যবিত্ত উপকৃত হবেন। এসবিআইতে (SBI) ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যায়। এর সুদের হার ২.৯০ থেকে ৫.৬৫ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেটা ৩.৪০ থেকে ৬.৪৫ পর্যন্ত। এই নতুন সুদের হার কার্যকর হচ্ছে ১৩ আগস্ট থেকেই।

SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, ৭ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদি স্থায়ী আমানতে সুদের হার অপরিবর্তিত থাকছে। কিন্তু ১৮০ থেকে ২১০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আগে সুদের হার ছিল ৪.৪০ শতাংশ। এবার নতুন সুদ হচ্ছে ৪.৫৫ শতাংশ। আবার ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে আগে সুদ ছিল ৪.৫৫ শতাংশ। এই সুদেও কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ঋণ আদায়ে দুর্ব্যবহার নয়, রাতে করা যাবে না ফোন, ব্যাংকগুলিকে কড়া হুঁশিয়ারি আরবিআইয়ের]

আবার ১ বছর থেকে দু’বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে। এই আমানতে আগে সুদের হার ছিল ৫.৩০ শতাংশ। এবার থেকে এই আমানতে সুদ দেওয়া হবে ৫.৪৫ শতাংশ করে। ২-৩ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৫.৩৫ শতাংশ, এবার সুদের হার হল ৫.৫০ শতাংশ। ৩ থেকে ৫ বছরের স্থায়ী আমানতে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে হল ৫.৬০ শতাংশ। ৫ বছরের ঊর্ধ্বে ফিক্সড ডিপোজিটেও সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬৫ শতাংশ করা হল। সবক্ষেত্রেই সিনিয়র সিটিজেনরা ০.৫ শতাংশ সুদ বেশি পাবেন।.

[আরও পড়ুন: গরু পাচারে বাংলাদেশ যোগ, সূত্রের সন্ধানে হাওয়ালা কারবারিদের জেরা করবে সিবিআই]

দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাংক (Reserve Bank) রেপো রেট বাড়িয়েছে। স্টেট ব্যাংকের এই সুদ বাড়ানোটাও রেপো রেট বাড়ানোরই প্রভাব বলে মনে করা হচ্ছে। যদিও ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ার সঙ্গে সঙ্গে একটি আশঙ্কাও দানা বাঁধছে মধ্যবিত্তর মনে। ফিক্সড ডিপোজিটের পর এবার কি কার ও হোম লোনে সুদ বাড়ার পালা?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement