সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: স্কুলে অস্থায়ী ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত এক আধাসেনা, আহত দুই। ভোটের আগে আতঙ্ক ছড়াল হাওড়ার বাগনানে। অভিযুক্ত জওয়ানকে আটক করেছে পুলিশ। শোনা যাচ্ছে, তিনি দীর্ঘদিন ধরেই ছুটি চাইছিলেন। কিন্তু ভোটের কারণে ছুটি পাননি। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
[ আরও পড়ুন: আক্রান্ত সিপিএম নেতা, তৃণমূল কাউন্সিলরের শাস্তির দাবিতে সরব বিরোধী শিবির]
পঞ্চম দফায় আগামী ৬ মে লোকসভা ভোট হাওড়ায়। ভোট হবে হাওড়া সদর ও উলুবেড়িয়া কেন্দ্রে। ভোট পরিচালনার জন্য হাওড়ায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন বুথে অস্থায়ী ক্যাম্পে থাকছেন আধাসেনারা। বৃহস্পতিবার সকালে গুলি চলল বাগনানের বাঙালপুর জ্যোর্তিময়ী গার্লস হাইস্কুলে। পুলিশ জানিয়েছে, জ্যোর্তিময়ী গার্লস হাইস্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকছেন অসম সশস্ত্র পুলিশের সপ্তম ব্যাটেলিয়নের কর্মীরা। এদিন সকালে এক সহকর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে স্কুলের ভিতরে গুলি চালাতে শুরু করেন লক্ষ্মীকান্ত বর্মন নামে এক পুলিশকর্মী। গুলিবিদ্ধ হয়ে মারা যান এএসআই ভোলানাথ দাস। আহত হয়েছেন অনিল রাজবংশি, রিন্টুমণি বোধক নামে আরও দু’জন পুলিশকর্মী। প্রায় ২০ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে।
এদিকে এই ঘটনার পর রাইফেল হাতে স্কুলের বাইরে রাস্তায় বেরিয়ে আসেন অভিযুক্ত পুলিশকর্মী। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের বাইরে অবশ্য অসম সশস্ত্র পুলিশের লক্ষ্মীকান্ত বর্মন গুলি চালাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। স্কুলবাড়িটিকে ঘিরে ফেলা হয়। অন্য জওয়ানদের সাহায্যে অভিযুক্ত লক্ষ্মীকান্ত বর্মনকে আটক করেছে পুলিশ।
কিন্তু ভোটের ডিউটি করতে এসে কেন এমন কাণ্ড ঘটালেন অসম সশস্ত্র পুলিশের কর্মী লক্ষ্মীকান্ত বর্মন? এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউ। তবে শোনা যাচ্ছে, গত তিন দফায় ভোটে বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিল অসম সশস্ত্র পুলিশের সপ্তম ব্যাটেলিয়ন। অভিযুক্ত লক্ষ্মীকাণ্ড বর্মন দীর্ঘদিন ধরেই ছুটি চাইছিলেন। কিন্তু ভোটের কারণে ছুটি পাননি তিনি। তাই মানসিক অবসাদেই বাগনানের জ্যোতির্ময়ী হাইস্কুলে অস্থায়ী ক্যাম্পে গুলি চালিয়েছেন তিনি।