Advertisement
Advertisement

Breaking News

আমেরিকা

করোনা আক্রান্তের সেবা করতে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বাবা-মেয়ের মৃত্যু

দীর্ঘদিন ধরে আমেরিকায় চিকিৎসার সঙ্গে যুক্ত তাঁরা।

2 Indian-Origin doctors, father and daughter, fie of Coronavirus in US
Published by: Paramita Paul
  • Posted:May 8, 2020 3:53 pm
  • Updated:May 8, 2020 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। কোভিড-১৯ (COVID-19)এ আক্রান্তও হচ্ছেন তাঁরা। মার্কিন মুলুকে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মৃত্যু হল দুই ইন্দো-মার্কিন চিকিৎসকের। তাঁরা সম্পর্কে বাবা ও মেয়ে। এই ঘটনায় শোকপ্রকাশ করেন নিউ জার্সির গর্ভনর ফিল মারফি।তাঁর কথায়, “চিকিৎসা করতে গিয়ে ওই দুজনের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”

কয়েক দশক ধরে নিউ জার্সির একাধিক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন ডাক্তার সত্যেন্দ্র দেব খান্না(৭৮)। এদিকে তাঁর মেয়ে প্রিয়া খান্নাও(৪৩) পেশায় চিকিৎসক। তিনি নেফ্রোলজিস্ট ছিলেন। ইউনিয়ন হাসপাতালের রেসিডেনশিয়াল ডাক্তারদের প্রধান ছিলেন। করোনা আক্রান্তদের চিকিৎসায় যুক্ত ছিলেন দুজনই। পরে নিজেরাই আক্রান্ত হন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার নিউ জার্সির গর্ভনর মারফি টুইটারে লেখেন, “ডা. সত্যেন্দ্র দেব খান্না ও ডা. প্রিয়া খান্নাও সম্পর্কে বাবা ও মেয়ে। তাঁরা দুজনেই অন্যদের সাহায্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ওঁদের গোটা পরিবার স্বাস্থ্য পরিষেবা ও অন্যদের সেবায় ব্রতী। ওঁনাদের প্রয়াণে আমরা কতটা মর্মাহত, তা শব্দে বোঝাতে পারব না।” তিনিই জানান কোভিড রোগীদের চিকিৎসা করতে গিয়েই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : বিশেষ চাহিদাসম্পন্ন মায়ের দেখভাল করতে অপারগ, জ্যান্ত কবর দিল ছেলে]

করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। করোনায় মৃত্যুতে রেকর্ড গড়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেদেশে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন : কীভাবে ছড়াল করোনা? চিনে গিয়ে উৎস খুঁজতে চায় WHO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ