Advertisement
Advertisement
Mayanmar

মায়ানমারের ভয়াবহ ভূমিধসে মৃত অন্তত ২৫! হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

ভারী বর্ষণে বিপর্যস্ত মায়ানমার।

25 died, 14 missing in landslide in Mayanmar। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 16, 2023 5:05 pm
  • Updated:August 16, 2023 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিধস মায়ানমারের খনিতে। যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। নিখোঁজ ১৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারী দলের।

গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণে বিপর্যস্ত মায়ানমার। বিভিন্ন অঞ্চলে হড়পা বান, ভূমিধসের মতো বিপর্যয় ঘটেছে। এর আগে কাচিনের হাপাকান্ট এলাকা থেকেও ভূমিধসের খবর মিলেছিল। এবার জানা গেল, সেখানকার এক জেডপাথরের খনিতেও ধস নেমেছে। জানা গিয়েছে, যখন এই দুর্ঘটনা ঘটে তখন খনিতে বহু শ্রমিক কাজ করছিলেন। এখনও পর্যন্ত ২৫টি দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সংবাদ সংস্থা এএফপিকে এক উদ্ধারকর্মী জানান, “আমরা ২৫ জনের দেহ উদ্ধার করেছি। এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ জারি রয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন বিক্রি নয়, ইরানকে চাপ আমেরিকার]

উল্লেখ্য, মায়ানমারের উত্তরাংশ জেডপাথর-সহ বহু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। মূল্যবান কাঠ, সোনা এখানে পাওয়া যায়। সে দেশের ব্যবসা বাণিজ্যে এই খনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক সময় এই অংশের দখল নিতে গৃহযুদ্ধও বেঁধেছিল। প্রসঙ্গত, অতীতেও মায়ানমারে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৫ সালের নভেম্বরে ধসের জেরে প্রাণ হারিয়েছিলেন ১১৩ জন। ২০২০ সালের জুলাইয়ে একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬২ জনের।

Advertisement

[আরও পড়ুন: তালিবান বন্দুক দেখালেই কি পড়া থামবে! বিশ্বমঞ্চে লড়াই আফগান মহিলাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ