BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

আফগানিস্তানের সেনাঘাঁটিতে তালিবান হামলা, মৃত কমপক্ষে ৭

Published by: Soumya Mukherjee |    Posted: June 18, 2020 1:17 pm|    Updated: June 18, 2020 1:17 pm

7 Police Killed in Baghlan Attack

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে হামলা চালায় তালিবান (Taliban) জঙ্গিরা। এর ফলে মৃত্যু হল কমপক্ষে সাতজন পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের বাগলান প্রদেশের রাজধানী ফুল-ই খুমরি এলাকার একটি সেনাঘাঁটিতে। এই হামলার ফলে জখম হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আফগানিস্তানের বাগলান প্রদেশের ফুল-ই-খুমরি (Pul-e-Khumri) এলাকার একটি সেনাঘাঁটিতে হামলা চালায় তালিবান জঙ্গিরা। এর ফলে কমপক্ষে সাত জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এই সংঘর্ষে তালিবান জঙ্গিরা খতম হয়েছে বলে জানা গেলেও এখনও পর্যন্ত তাদের সংখ্যা জানা যায়নি।

[আরও পড়ুন: ফের রাষ্ট্রপতি হতে জিনপিংয়ের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, দাবি প্রাক্তন মার্কিন আমলার]

এপ্রসঙ্গে আফগানিস্তান প্রশাসনের এক আধিকারিক জানান, তালিবানদের অতর্কিত হামলার ফলে এখনও পর্যন্ত সাতজন পুলিশকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও কয়েকজন। তবে এখনও পর্যন্ত কজন তালিবান জঙ্গি খতম হয়েছে তার খোঁজ পাওয়া যায়নি।

[আরও পড়ুন:করোনা রুখতে মোটা অঙ্কের ঋণ, সীমান্তে উত্তেজনার মধ্যেও ভারতের পাশে ‘চিনা’ ব্যাংক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে