Advertisement
Advertisement
China

চিনের জালে ‘জেমস বন্ড’

চিনে আটক ব্রিটেনের চর!

China detains UK's MI6 spy for collecting intelligence। Sangbad Pratidin

গ্রাফিক: বিশ্বজিত দাস।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 9, 2024 12:02 pm
  • Updated:January 9, 2024 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে আটক ব্রিটেনের চর! ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই৬-এর হয়ে কাজ করতেন ওই এজেন্ট বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছে বেজিং। ধৃতের নাম, ঠিকানা, পরিচয় তথা নাগরিকত্ব গোপন রেখেছে চিন।    

সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, চিনের অসামরিক গুপ্তচর সংস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক (এমএসএস) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বিদেশিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির পদবি হুয়াং। তিনি একটি পরামর্শদাতা সংস্থার প্রধান হিসাবে কাজ করেন। হুয়াং ব্রিটিশ সামরিক গুপ্তচর সংস্থা এমআই৬-এর সঙ্গে যুক্ত। ২০১৫ সাল থেকে হুয়াং এমআই৬-এর হয়ে কাজ করতেন। একাধিকবার চিনে এসেছেন তিনি। গোপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, তথ্য সংগ্রহ করেছেন। নজরদারি চালানো তথা গোপন খবর হাসিল করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ধৃতকে। এমএসএসের তদন্তে বলা হয়েছে, আইন অনুসারে হুয়াংকে কনসুলার অ্যাকসেস বা নিজের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

চিনা তদন্তকারীদের দাবি, ব্রিটেনকে ১৭টি তথ্য দিয়েছিলেন হুয়াং। যার মধ্যে কয়েকটি জাতীয় সুরক্ষা সংক্রান্ত। এই বিষয়টি নিয়ে সিএনএনের প্রশ্ন এড়িয়ে যায় বেজিংয়ের ব্রিটিশ দূতাবাস। জানায়, এনিয়ে যোগাযোগ করত হবে ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) সঙ্গে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এফসিডিও কোনও মন্তব্য করেনি।  

Advertisement

[আরও পড়ুন: হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি, বাইডেন-নিবাসে বিপদঘণ্টা!]

বিশ্লেষকদের মতে, আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর সঙ্গে আধিপত্য বিস্তারের লড়াই চলছে চিনের। একে অপরের নাড়ির খবর টেনে বের করতে মোতায়েন করেছে গুপ্তচর বাহিনী। বেজিং, লন্ডন, ওয়াশিংটনের মতো শহরে চরেদের বিরাট চক্র সক্রিয় রয়েছে বলে একাধিক রিপোর্টে বলা হয়েছে। তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চিন সাগর পর্যন্ত ক্রমে পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে লাল চিন । যতদিন যাচ্ছে তাইওয়ান সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে লালফৌজ। এহেন পরিস্থিতিতে, দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন। মনে করা হচ্ছে, চিনের অন্দরের খবর হাতানোর জন্য এই পদক্ষেপ করেছে ন্যাটো জোট।

[আরও পড়ুন: সাউথ ব্লকের পালটা ভারতের রাষ্ট্রদূতকে তলব মালদ্বীপের, চিনের উসকানিতে আস্ফালন?]

বলে রাখা ভালো, ব্রিটিশ সাহিত্যিক ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড। ব্রিটিশ সামরিক গুপ্তচর সংস্থা MI6-এর (Military Intelligence, Section 6) এজেন্ট তিনি।  অবধ্য, দুর্নিবার, রমণীমোহন বন্ডের কীর্তিকলাপে মোহিত পাঠককূল।          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ