সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। এর আগেও বহুবার উলটোপালটা মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন তিনি। মঙ্গলবারও সেই একই কাজ করলেন। টুইট করে করোনাকে চিনা ভাইরাস বলে কটাক্ষ করলেন। এরপরই প্রবল বিতর্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। টুইটারাট্টিরা বলছেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যে একজন বর্ণবিদ্বেষী তা এই টুইটেই ফের প্রমাণ হয়েছে।
The United States will be powerfully supporting those industries, like Airlines and others, that are particularly affected by the Chinese Virus. We will be stronger than ever before!
— Donald J. Trump (@realDonaldTrump) March 16, 2020
আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটে ২৫ মিনিট নাগাদ একটি টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি উল্লেখ করেন, ‘চাইনিজ ভাইরাসের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মার্কিন এয়ারলাইন্স ও অন্য সংস্থাগুলিকে সবরকমের সাহায্য করবে আমেরিকা। আগের থেকেও শক্তিশালী হয়ে উঠব আমরা।’
[আরও পড়ুন: তুঙ্গে করোনা ভীতি, চিনা ভেবে ইজরায়েলে প্রবল মার ভারতীয় বংশোদ্ভূতকে ]
তাঁর এই টুইটের পরেই প্রবল বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। টুইটারাট্টিদের মধ্যে অনেকেই কটাক্ষ করেন, ডোনাল্ড ট্রাম্প ফের তাঁর বর্ণবিদ্বেষী মনোভাবের পরিচয় দিয়েছেন। আসলে উনি জানেনই না যে ভাইরাসের কোনও দেশ হয় না।
কিছুদিন আগে একই মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক দলের কয়েকজন নেতা। করোনা ভাইরাসকে চিনা ভাইরাস বলে কটাক্ষ করেছিলেন। এরপরই এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় চিন। এর ফলে বিষয়টি ধামাচাপা পড়ে। কিন্তু, ফের সেই ইস্যুকে খুঁচিয়ে তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।